দেশের খবর
পঞ্জাবে ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজনীতির ময়দানে আরও এক প্রাক্তন ক্রিকেটার। পঞ্জাবে ভোটের আগেই বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া। পঞ্জাবের বিধানসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে পদ্ম শিবির।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের দলের সঙ্গেও জোট নিশ্চিত করে ফেলেছে বিজেপি। মঙ্গলবার দিল্লিতে দলের সদর দফতরে বিজেপি-তে যোগ দেন ৪৪ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বাঁহাতি ব্যাটসম্যান। আপাতত বিজেপি-র প্রাথমিক সদস্যপদ নিয়েছেন তিনি। তবে পঞ্জাবে বিধানসভা ভোটে তাঁকে বিজেপি প্রার্থী করতে পারে বলেও শোনা যাচ্ছে।
ঠিক একই রকম ভাবে ২০১৯ সালে লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন আরেক প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। বর্তমানে তিনি উত্তর দিল্লির সাংসদ। মঙ্গলবার মোঙ্গিয়া ছাড়াও বিজেপিতে যোগ দিলেন পঞ্জাবের তিন বিধায়ক ফতে জং বাজওয়া, বলবিন্দর সিং লাড্ডি ও রানা গুরমিত সোধি। ভারতের হয়ে ৫৭ একদিনের ম্যাচ খেলেছেন মোঙ্গিয়া। এক শতরান ও চার অর্ধ শতরান সহ করেছেন ১ হাজার ২৩০ রান। সর্বোচ্চ রান অপরাজিত ১৫৯। ১৪টি উইকেটও নিয়েছেন।