শোকোস্তব্ধ চুঁচুড়া, সুরজিৎ সেনগুপ্তর স্মৃতিচারণায় প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু
Connect with us

খেলা-ধূলা

শোকোস্তব্ধ চুঁচুড়া, সুরজিৎ সেনগুপ্তর স্মৃতিচারণায় প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ব্যান্ডেলের কেওটা ত্রিকোন পার্ক থেকে কলকাতার ময়দান। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান- তিন প্রধানের হয়ে বিপক্ষের রক্ষণে ভয় ধরানো সুরজিৎ সেনগুপ্ত বৃহস্পতিবার দুপুরে চলে গেলেন না ফেরার দেশে। ফুটবল জগতে নক্ষত্র পতন।

আর এই খবর পাওয়া মাত্রই গোটা রাজ্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে চুঁচুড়া ও ব্যান্ডেল এলাকায়। কারণ এই চুঁচুড়াতেই জন্ম হয়েছিল সুরজিৎ সেনগুপ্তের। এখান থেকেই তাঁর ফুটবলের হাতে খড়ি। চুঁচুড়া মাঠে সুপার ডিভিশন লিগের খেলা চলাকালীনই সুরজিৎ সেনগুপ্তর মৃত্যুর খবর এসে পৌঁছায়। খেলা থামিয়ে ফুটবলাররা নীরবতা পালন করেন মাঠে উপস্থিত ফুটবলার রেফারি ও অন্যান্য আধিকারিকেরা। উপস্থিত ছিলেন ভারতদের প্রাক্তন গোলরক্ষক তনুময় বসু। সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুর খবর পেয়ে স্মৃতিচারণা করতে গিয়ে তিনি বলেছেন, ‘সাতের দশকে সুরজিৎ সেনগুপ্তর সেই স্কিল পরবর্তী কালে দেখা গিয়েছিল কৃশানু দের মধ্যে। কৃষানুকে অসম্ভব ভালোবাসতেন বিশুদা।

জামসিদ, সাবির আলিরা সেসময় যে গোল করত, তার পিছনে অবদান ছিল সুরজিৎ সেনগুপ্তর। মাপা সেন্টার রাখতেন মাথায়। অনেক স্মরণীয় খেলা উপহার দিয়েছেন দর্শকদের। করোনা আক্রান্ত হওয়ার পর ভেবেছিলাম হয়তো ফিরে আসবেন। ফুটবল মাঠে যেভাবে লড়াই করতেন করোনাকে হারিয়ে হয়তো ফিরবেন। কিন্তু সময়টা বড্ড খারাপ। একের পর এক নক্ষত্র পতন হয়েই চলেছে।সুরজিৎ সেনগুপ্তর চলে যাওয়া অপূরনীয় ক্ষতি ফুটবল জগতের। হুগলি জেলা স্পোর্টস অ্যাসোশিয়েশন যখনই কোনও প্রয়োজনে সুরজিৎ সেনগুপ্তর কাছে গিয়েছে ফেরাননি। সব সময় খেলাধূলার উন্নতির জন্য পরামর্শ দিয়েছেন। যে কোনও খেলার অনুষ্ঠানে ডাকলেই আসতেন। অচ্যুত ব্যানার্জি আর অশ্বিনী বরাট(ভোলা দার) কাছে ফুটবলের তালিম নিয়েছিলেন সুরজিৎ। চুঁচুড়া বেঙ্গল ক্লাব, হুগলি ক্লাবের হয়েও খেলেছেন। সুরজিৎ দা আর নেই এটা ভাবতেই পারছিনা। একজন অভিভাবককে হারালাম আমরা।’

Advertisement