করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত
Connect with us

বাংলার খবর

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : শনিবার সকালেই প্রয়াত হয়েছেন ময়দানের প্রখ্যাত ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ময়দান। এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ময়দানের আরেক দিকপাল ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। শনিবার দুপুরেই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই তাঁর শরীরে সামান্য উপসর্গ দেখা দিয়েছিল। তারপর করোনা টেস্ট করা হলে তাঁর রিপোর্ট পজেটিভ আসে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অক্সিজেনের মাত্রা কম রয়েছে। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে ভারতের প্রাক্তন ফুটবলারকে। গত কয়েক বছর আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তখন স্টেন্ট বসাতে হয়েছিল। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, আইসোলেশন ওয়ার্ড থেকে আইসিইউতে সরানো হচ্ছে তাঁকে।

দাপটের সঙ্গেই ফুটবল খেলেছেন সুরজিত্‍ সেনগুপ্ত। ইস্টবেঙ্গল, মোহনবাগান- দুই প্রধানেই খেলেছেন প্রাক্তন এই উইঙ্গার। খেলেছেন ভারতীয় দলেও। ১৯৭৩ সালে প্রথম বড় ক্লাব হিসেবে মোহনবাগানে সই করেন সুরজিৎ সেনগুপ্ত। এক বছর সবুজ-মেরুন জার্সিতে খেলার পর পরের বছরই সই করেন ইস্টবেঙ্গলে। ১৯৭৫ সালের পাঁচ গোলের ডার্বিতে প্রথম গোলটা এসেছিল তাঁর পা থেকেই। ১৯৭৮-৭৯ সালে ইস্টবেঙ্গলের অধিনায়ক হয়েছিলেন সুরজিৎ সেনগুপ্ত।

Advertisement