দেশের খবর
গঙ্গাসাগর মেলা নিয়ে নতুন কমিটি গঠন, শর্তসাপেক্ষে মেলার অনুমতি হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সমস্ত রকম করোনা-বিধি মেনে হচ্ছে গঙ্গাসাগর মেলা। শর্তসাপেক্ষে মেলার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে রাজ্য সরকারের আবেদন মেনে মেলার তদারকি কমিটি থেকে সরিয়ে দেওয়া হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মেলা নিয়ে প্রথমে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট, তাতে বড়সড় বদল করা হল।
মঙ্গলবার মামলার শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, মেলায় প্রবেশ করতে হলে করোনার দু’টি টিকা নেওয়ার শংসাপত্র থাকা বাধ্যতামূলক। তবে কেউ দু’টি টিকা নিয়েছেন কী না, তা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মুখ্যসচিবকে। এছাড়াও মেলায় যাওয়ার ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট নেগেটিভ এলেই গঙ্গাসাগর যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে। এসব শর্ত মানা হচ্ছে কি না, তার ওপর নজর রাখতে দুই সদস্যের নতুন কমিটি গড়েছে হাইকোর্ট। এই কমিটিতে চেয়ারপার্সন হিসাবে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় এবং রাজ্য লিগ্যাল এইড সার্ভিস অথরিটির সদস্য সচিব।
মেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। নতুন কমিটি গঠন এবং সেই কমিটি থেকে শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়ায় নিজেদের জয় দেখছে রাজ্য সরকার। আগের রায়ে গঙ্গাসাগর মেলার নজরদারির জন্য হাইকোর্ট যে তিন সদস্যের কমিটি গঠন করেছিল তাতে রাখা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য মানবাধিকার কমিশনে সভাপতিকে। কিন্তু রাজ্য সরকার শুভেন্দু অধিকারীকে কমিটিতে রাখার আপত্তি জানিয়ে আদালতের কাছে আবেদন করে। গঙ্গাসাগর মেলা বন্ধ করা নিয়ে যে পাঁচটি মামলা হয়েছিল সেই পাঁচ মামলাকারী কমিটিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাখার পরামর্শ দেয়। মঙ্গলবার সেই মামলার শুনানিতে পুরনো কমিটিকে বাতিল করে দুই সদস্যের নতুন কমিটি গঠন করার পাশাপাশি মেলা নিয়ে বেশকিছু শর্ত আরোপ করেছে আদালত। মঙ্গলবারের রায়ে হাইকোর্ট জানিয়েছে, গোটা সাগর দ্বীপকেই ‘নোটিফাইড’ জোন হিসেবে ঘোষণা করতে হবে। এবং গত ২ জানুয়ারি রাজ্য সরকারের পক্ষ থেকে যে কোভিড বিধি জারি করা হয়েছে, তাও বলবৎ করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের দেওয়া শর্তগুলি কার্যকর হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে মুখ্যসচিবকে।