Uncategorized
স্বামী-সন্তানের কথা ভুলে প্রেমের টানে গুজরাতে পাড়ি দিলেন রিষড়ার গৃহবধূ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুদিন থেকেই নিখোঁজ হয়ে যাওয়া রিষড়ার গৃহবধূর খোঁজ মিলেছে গুজরাতের আহমেদাবাদ শহরে। হুগলির রিষড়ার মোড়পুকুরের বাসিন্দা ধর্মেন্দ্র সিঙের স্ত্রী গত ১২ জানুয়ারি বাজার করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। ফলে বাড়ির সদস্যরা চিন্তায় পড়েন এবং থানায় নিখোঁজ ডায়েরি করেন।
এরপর পুলিশ খোঁজ খবর শুরু করে এবং তার থেকে যে তথ্য উঠে আসে তা সত্যিই চমকপ্রদ। পুলিশ তদন্তে নেমে রাস্তার সিসিটিভি ফুটেজে দেখে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওই গৃহবধূ ওলা ক্যাবে চড়ে হাওড়া স্টেশন যান এবং সেখান থেকে গুজরাতগামী ট্রেনে ওঠেন। এরপর গুজরাতের পুলিশের সঙ্গে কথা বলে এবং তাদের সহযোগিতায় আরও অনেক তথ্যই উঠে আসে। পুলিশ যখন ওই পলাতক গৃহবধূকে ফোন করে কথা বলে, তখন তিনি জানান দীর্ঘ দিনের সোশ্যাল মিডিয়ার বন্ধুত্ব প্রেমে পরিণতি পাওয়ায় তিনি স্বামী, সন্তান, সংসার ছেড়ে চলে এসেছেন এবং তিনি আর ফিরে যেতে চান না।
তিনি এও জানান যে তিনি একজন প্রাপ্তবয়স্ক, তাই তিনি কার সাথে থাকবেন বা থাকবেন না সেটা তিনি নিজেই বুঝে নেবেন। পুলিশের মধ্যস্থতায় ওই ভদ্রমহিলার সঙ্গে তাঁর স্বামীর কথা বলানো হলে, তখনও তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি আর ফিরবেন না। উল্লেখ্য, ধর্মেন্দ্র ও তাঁর স্ত্রীয়ের দুই সন্তান আছে। একটি ছেলে ও মেয়ে। ধর্মেন্দ্র জানিয়েছে,ন গত বছরে তাঁর ক্যান্সার আক্রান্ত মায়ের মৃত্যু হয়েছে। বাড়িতে দু’টি বাচ্ছাকে দেখার জন্য কোনও মহিলা নেই। তাই তিনি অত্যন্ত চিন্তায় আছেন। এবং স্ত্রী’র এই কীর্তিতে তিনি ভীষণই ভেঙে পড়েছেন। কিন্তু প্রেম যখন আসে তখন আর কিছুই মাথায় থাকে না। তা আরও একবার প্রমাণ করে দিলেন রিষড়ার এই গৃহবধূ। প্রেমের ডাকে সাড়া দিতে গিয়ে স্বামী, সন্তান আর চেনা সংসারকে পিছনে ফেলে এগিয়ে গিছেন অজানার উদ্দেশ্যে। কিন্তু স্বামী ধর্মেন্দ্র এখনও স্ত্রীর শুভ বুদ্ধি উদয়ের আশায় রয়েছেন।