বাংলার খবর
জট কাটল ফোরলেনের, খুব শীঘ্রই শুরু হবে কাজ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে জট কাটতে চলেছে প্রস্তাবিত ফোরলেনের। শনিবার প্রস্তাবিত ফোরলেন জমির মাপজোক চলল শান্তিপূর্ণ ভাবেই।
জানা গিয়েছে, কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে শনিবার সকাল থেকেই ফোরলেন জমির মাপজোক শুরু হয় ধূপগুড়িতে। দীর্ঘদিন ধরেই ধূপগুড়িতে ফোরলেন জমির মাপজোক চলছিল।
বেশ কয়েকবার জমি মাপজোক করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল প্রশাসনিক আধিকারিকদের।এদিকে জমি মাপজোকের কাজ শেষ না হওয়ার ফলে ফোরলেনের কাজে হাত দিতে পারছিল না ফোরলেন কর্তৃপক্ষ।এদিন ধূপগুড়ি ব্লকের ভেমটিয়া এলাকা থেকে জমি মাপজোকের কাজ শুরু করা হয়।
আরও পড়ুন: হাইটেনশন তার টানাতে বাধা, পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ মুর্শিদাবাদে
জমিদাতাদের নিয়ে একাধিক বার বৈঠক করেছে জেলা প্রশাসন।জমিদাতারা জানিয়েছেন উন্নয়ন মূলক কাজের জন্য জমি দিতে রাজি।এদিন ভেমটিয়া, বারঘোরিয়ার জমিদাতাদের সঙ্গে নিয়েই জমি মাপজোকের কাজ শুরু করেছিল প্রশাসনিক।
আরও পড়ুন: নকল সোনা দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার ২
ঝামেলা এড়াতে হাইকোর্টের নির্দেশে বাড়তি পুলিশও মোতায়েন করা হয়েছিল।জমি মাপজোকের সময় উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিডিও শঙ্খ দীপ দাস,আইসি সুজয় তুঙ্গা সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা।