দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
Connect with us

দেশের খবর

দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবারই বিয়ে করার কথা ঘোষণা করেছিলেন তিনি। বৃহস্পতিবার ডাঃ গুরপ্রীত কৌরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি।
শিখ রীতি অনুসারে ঐতিহ্যবাহী আনন্দ কারাজ অনুসারে এক গুরুদ্বারে বিবাহ সম্পন্ন হয়। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বিয়েতে যোগ দিয়েছিলেন। এবং সদ্য বিবাহিত দম্পতিকে আশীর্বাদ করেছেন। আপ সাংসদ রাঘব চাড্ডা বিয়ের অনুষ্ঠানের ছবি টুইট করে লিখেছেন, ‘আমি এখানে আমার মায়ের সঙ্গে এসেছি। আমি এই বিশেষ অনুষ্ঠানে মান সাহেব এবং তাঁর পরিবারকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’

হরিয়ানার কুরুক্ষেত্রের পেহোয়ার বাসিন্দা ডাঃ গুরপ্রীত কৌরের সঙ্গে ৪৮ বছর বয়সী মান-এর বিয়ের অনুষ্ঠানের জন্য চণ্ডীগড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। ৩০ বছর বয়সী গুরপ্রীত কৌর টুইটারে নিজের একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘দিন শাগনা দা চাড্ডা’। অর্থাৎ, বিয়ের দিন এসে গিয়েছে। সেইসঙ্গে, তিনি আম আদমি পার্টির নেতাদের অভিনন্দন বার্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

ভগবন্ত মান এবং ডাঃ গুরপ্রীত কৌরের পরিবার তাদের আসন্ন বিয়ের খবর ৬ জুলাই বুধবার পর্যন্ত প্রকাশ্যে আনেনি। এমনকি তাদের সম্পর্ককেও গোপন রাখা হয়েছিল। এটি মাননের দ্বিতীয় বিয়ে। তিনি ২০১৫ সালে তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন। তাঁর দু’টি সন্তান রয়েছে। তাঁদের মেয়ের নাম সিরাত কৌর (২১) এবং ছেলে দিলশান (১৭)।

Advertisement