দেশের খবর
ক্রিমিনাল রেকর্ড থাকলে করা যাবে না ‘অগ্নিপথে’ আবেদন, জারি হল বায়ুসেনায় নিয়োগ বিজ্ঞপ্তি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে অগ্নিগর্ভ দেশের একাধিক রাজ্য। জ্বলছে ট্রেন-বাস। ক্রমশ চড়াচ্ছে বিক্ষোভের উত্তাপ। জটিল এই পরিস্থিতির মধ্যেই কেন্দ্রীয় সেনাবাহিনীতে অগ্নিবীরদের নিয়োগ নিয়ে তাৎপর্যপূর্ণ ঘোষণা করলেন দেশের তিন বাহিনীর প্রধান।
জানা গিয়েছে, হিংসাত্বক মূলক কার্যকলাপ, সরকারি সম্পত্তি নষ্ট বা পুলিশের খাতায় নাম রয়েছে এমন চাকুরী প্রার্থীদের অগ্নিপথ প্রকল্পের আওতায় নেওয়া হবে না। এমনকি আবেদনকারীদের বিরুদ্ধে পূর্বে কোনও থানায় অভিযোগ রয়েছে বা গ্রেফতার হয়েছেন তারাও বাতিল বলেই গণ্য হবেন।
শুধু তাই নয়, আগামী ২৪ জুন থেকে মোট দু’দফায় অগ্নিপথে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। যার ফলে এই স্কীমে আবেদন করতে গেলে সবার আগে চাকরি প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট দেখাতে হবে। নচেৎ মিলবে না আবেদনের ছাড়পত্র। এদিন এমনটাই ঘোষণা করেছেন লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরি।
আরও পড়ুন: ‘অগ্নিপথ’ প্রত্যাহারের প্রশ্নই নেই! সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে বড় ঘোষণা
আরও জানা গিয়েছে, অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনাতেও নিয়োগ করা হবে। ভারতীয় বায়ুসেনার তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এই অগ্নিবীররা কেবল চার বছরের জন্যই বায়ুসেনায় কাজ করতে পারবেন। তারপর আর তাঁদের সঙ্গে বায়ুসেনার কোনও যোগসূত্র থাকবে না।
এছাড়াও আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সীরা অগ্নিপথ প্রকল্পে বায়ুসেনা বিভাগে আবেদন করতে পারবেন। এর জন্য কিছু বিশেষ শারীরিক পরীক্ষার প্রয়োজন হবে। মেডিক্যাল পরীক্ষায় পাশ করলে তবেই মিলবে পরবর্তী ছাড়পত্র। একজন অগ্নিবীরকে বায়ুসেনা যে কোনও কাজে ব্যবহার করতে পারবে। বায়ুসেনার অগ্নিবীরদের ইউনিফর্মে থাকবে বিশেষ ব্যাজ। অগ্নিবীরদের জন্য পৃথক ব়্যাংক থাকবে। প্রয়োজন অনুযায়ী অগ্নিবীরদের ট্রেনিং দেওয়া হবে।
জানা গিয়েছে, বায়ুসেনার তরফে প্রকাশ করা হয়েছে অগ্নিবীরদের মাসিক বেতনও। যেখানে উল্লেখ করা হয়েছে, প্রথম বছর অগ্নিবীররা পাবেন ৩০ হাজার টাকা বেতন। হাতে পাবেন ২১ হাজার টাকা। দ্বিতীয় বছরের বেতন ৩৩ হাজার। হাতে আসবে ২৩ হাজার ১০০ টাকা। তৃতীয় বছরে বেতন বেড়ে দাঁড়াবে ৩৬ হাজার ৫০০ টাকা। হাতে আসবে ২৫ হাজার ৫০০ টাকা। চতুর্থ অর্থাৎ শেষ বছরে অগ্নিবীরদের বেতন ৪০ হাজার টাকা। হাতে পাবেন ২৮ হাজার টাকা।
আরও পড়ুন: মাঝ আকাশে SpiceJet-এর বিমানে আগুন! বরাতজোরে বাঁচলেন যাত্রীরা
এছাড়াও কর্মরত অবস্থায় কোনও অগ্নিবীর শহিদ হলে তাঁর পরিবারকে দেওয়া হবে ১ কোটি টাকা। এই টাকার জন্য মৃতের পরিবারকে কোনও প্রিমিয়াম দিতে হবে না। এছাড়াও কর্মরত অবস্থায় শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়লে সেই অগ্নিবীর এক্সগ্রাসিয়া বাবদ বছরে ৪৪ লাখ টাকা পাবেন। শুধু তাই নয়, বাকি চাকরি জীবনের সম্পূর্ণ বেতনও পাবেন তাঁরা। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বায়ুসেনার ওয়েব সাইটে।