দেশের খবর
ইউক্রেন আক্রমণের জের, রাশিয়ার ভদকা নিষিদ্ধ করল আমেরিকা, কানাডা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রস্তুতি চলছিল অনেকদিন ধরেই। শেষ পর্যন্ত রাশিয়া গত পাঁচদিন আগে ইউক্রেনে আক্রমন করে বসল। একের পর এক আক্রমণে ধ্বংসের মুখে ইউক্রেন। বিভিন্ন দেশ রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও যুদ্ধ থামার কোনও লক্ষন নেই।
দেখা যাচ্ছে রাশিয়ার আগ্রাসী মনোভাব এবং ইউক্রেনের ওপর হামলার ঘটনায় একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। এবার যুদ্ধের রেশ এসে পড়ল মদের ওপর। ইউক্রেন আক্রমণের তীব্র বিরোধিতা করে রাশিয়ান ভদকা বয়কট শুরু হয়েছে একাধিক দেশে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বেশ কয়েকটি রাজ্য রাশিয়ান মদ বয়কট করছে। দুই দেশের মদের দোকান ও বারে আর পাওয়া যাবে না কোনও রাশিয়ান মদ।
আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু জানিয়ে দিয়েছেন রাশিয়ায় তৈরি কোনও মদ আর সেখানে বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, ওহায়ো, ম্যানিটোবা, নিউ ফাউন্ডল্যান্ডও রাশিয়ার মদ বয়কটের কথা ঘোষণা করা হয়েছে। সেখানকার সমস্ত দোকান থেকে সমস্ত রাশিয়ান মদ সরিয়ে দেওয়া হয়েছে। একই পথে হেঁটেছে কানাডাও। ইতিমধ্যেই অন্টারিওর ৬৭৯টি মদের দোকান থেকে রাশিয়ান ভদকার বোতল সরিয়ে ফেলা হয়েছে। পশ্চিমের দেশগুলোর লাগাতার হুঁশিয়ারির পরও ইউক্রেনের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়ার আক্রমণে লণ্ডভণ্ড ইউক্রেন। একাধিক প্রতিবন্ধকতা আরোপ করেও আটকানো যাচ্ছে না রাশিয়াকে।