মুকুল রায়ের পথে হেঁটে এবার নিজেকে বিজেপির বিধায়ক বলে দাবি বিশ্বজিৎ দাসের
Connect with us

বাংলার খবর

মুকুল রায়ের পথে হেঁটে এবার নিজেকে বিজেপির বিধায়ক বলে দাবি বিশ্বজিৎ দাসের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : গত বিধানসভা নির্বাচনে জিতে তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। এরপরেই একের পর এক বিজেপি বিধায়ক দল ছাড়তে শুরু করেন।

মুকুল রায় দিয়ে শুরু করে পর পর পাঁচ জন বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারমধ্যে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বাঁকুড়ার বিধায়ক তন্ময় ঘোষ, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রয়েছেন। এরপরই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করিয়ে পাঁচ বিধায়কের বিধায়ক পদ খারিজের আবেদন জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। কিন্তু রাজ্য বিধানসভার স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই আবেদন খারিজ করলে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।

দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি রাজ্যের হাতে ছেড়ে দিলে, কিছুদিন আগেই বিধানসভার স্পিকার জানিয়ে দেন মুকুল রায় বিজেপিতেই আছেন। তিনি যে দল পরিবর্তন করেছেন, তার পর্যাপ্ত কোনও প্রমাণ তাঁর হাতে নেই। সংবাদমাধ্যমের সামনে বেশ কয়েকবার বিজেপির গুণগান করে নিজেকে বিজেপির বিধায়ক বোঝানোর চেষ্টা করেন মুকুল রায়। এবার সেই পথেই হাঁটলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। শুক্রবার বনগাঁর তৃণমূল পার্টি অফিস থেকে বেড়িয়ে নিজেকে বিজেপি বিধায়ক বলে দাবী করেন। তিনি বলেন, ‘আমি বিজেপির বিধায়ক। বিজেপি-র টিকিটে জিতেছি। বিজেপিতেই আছি।লোকাসভা এবং বিধানসভা নির্বাচনে বনগাঁয় বিজেপি এগিয়ে ছিল। সুতরাং পৌরসভায় বনগাঁয় বিজেপির ভালো ফল করা উচিত।’ এছাড়া তাঁকে দলের কাজে বিজেপি ব্যবহার করছে না বলে ক্ষোভ উগড়ে দেন।

Advertisement