ভাইরাল
বালোচিস্তানের ইতিহাসে প্রথম: হিন্দু নারী কশিশ চৌধুরী হলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার

মাত্র ২৫ বছর বয়সেই ইতিহাস গড়লেন বালোচিস্তানের নোশকি শহরের কশিশ চৌধুরী (Kashis Chowdhury)। প্রথম হিন্দু মহিলা হিসাবে তিনি জায়গা করে নিলেন বালোচিস্তানের প্রশাসনে। পাবলিক সার্ভিস কমিশনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে তিনি এবার অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। কশিশের এই অনন্য অর্জন শুধু হিন্দু সংখ্যালঘু সমাজই নয়, গোটা বালোচিস্তানের নারীদের কাছেও এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা।
কশিশ পেশায় ব্যবসায়ী গিরিধারী লালের কন্যা। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিলেন এবং সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছিলেন। সেই লক্ষ্যেই তিনি প্রস্তুতি শুরু করেন বালোচিস্তান পাবলিক সার্ভিস কমিশনের জন্য এবং অবশেষে সাফল্যের মুখ দেখেন। বালোচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন, “এই সাফল্য শুধু কশিশের নয়, গোটা বালোচিস্তানের গর্ব।”
আরও পড়ুন – ট্রাম্পের বার্তা: “পরমাণু যুদ্ধ নয়, ভারত-পাকিস্তানের একসঙ্গে ডিনার করা উচিত”
এই খবর যখন সামনে এসেছে, তখন বালোচিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের আবহ চলছে। বালোচ আমেরিকান কংগ্রেসের (BAC) সভাপতি তারা চাঁদের দাবি অনুযায়ী, বালোচ জনগণ এখন স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে, ঠিক যেমন ১৯৭১-এ বাংলাদেশ মুক্ত হয়েছিল। বালোচ লিবারেশন আর্মির দাবি অনুযায়ী, তারা ইতিমধ্যেই বালোচ ভূখণ্ডের ৩০ শতাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেও কশিশের মতো একজন হিন্দু নারীর প্রশাসনিক সাফল্য নিঃসন্দেহে বালোচিস্তানের সমাজে নতুন আশার আলো জ্বালাবে।