রাশিফল
বছরের প্রথম চন্দ্রগ্রহণ, সতর্কতা এই ৪ রাশির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৬ মে, বৈশাখ পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ। এইদিন পবিত্র নদীতে দান, স্নান করার নিয়ম রয়েছে। তবে চন্দ্রগ্রহণের দিনে কোনও শুভ কাজ করা উচিত নয়। এমনকী পূজার্চনাতেও নিষেধাজ্ঞা রয়েছে। তবে গত সূর্যগ্রহণের মতো এই চন্দ্রগ্রহণও ভারতে দেখা যাবে না। ভারতীয় সময় অনুযায়ী, সকাল সাতটা আট মিনিটে গ্রহণ শুরু হবে। বেলা ১২ টা ২৩ মিনিট তিন সেকেন্ডে শেষ হবে চন্দ্রগ্রহণ। পশ্চিম ইউরোপ, আফ্রিকা, উত্তর-দক্ষিণ আমেরিকা, আন্টার্কাটিকা, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। ৮ দশক পরে এই বিরল সংযোগ হওয়ার কারণে, ৪ টি রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
১. কর্কটঃ বছরের প্রথম চন্দ্রগ্রহণের দিন কর্কট রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। সন্তান সংক্রান্ত সমস্যা হতে পারে। কেরিয়ার এবং শিশুদের স্বাস্থ্যের দিক থেকে এই গ্রহণ ভালো নয়। আয়ের উৎস কমবে।
২. তুলা রাশিঃ অত্যধিক উত্সাহ এই রাশির জন্য ক্ষতিকর। বড় প্রতারণার জালে পড়তে পারেন। সামান্য লাভ বড় ক্ষতির কারণ হতে পারে।
আরও পড়ুন: জীবনের শেষ সভা করেছিলেন এই জেলাতেই, পালিত হচ্ছে নেতাজির পদার্পন দিবস
৩. ধনু রাশিঃ ধনু রাশির জাতকদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। আদালতে ঝামেলা বাড়বে। কর্মক্ষেত্রের যায়গা নষ্ট হতে পারে। নিজের কথার ওপর নজর রাখুন।
৪. মকর রাশিঃ চন্দ্রগ্রহণ মকর রাশির জাতকদের জন্যও ভালো নয়। এই রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে। চটজলদি নেওয়া সিদ্ধান্ত খারাপ ফল দেবে। অর্থ লেনদেনে সতর্ক থাকুন।