বাংলার খবর
‘একসময় কোর্ট সিবিআইকে তোতা পাখি বলে মন্তব্য করেছিল’, বগটুই নিয়ে বিস্ফোরক ফিরহাদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রামপুরহাট কাণ্ড নিয়ে উত্তাল রাজনৈতিক মহল। সিটের হাট থেকে তদন্তভার সরিয়ে দায়িত্ব দেওয়া হল CBI-এর হাতে। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের রায় প্রসঙ্গে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিন তিনি বলেন, ”উচ্চ আদালত রামপুরহাট ঘটনার তদন্তের জন্য CBI তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু বাংলায় কোনও ঘটনা ঘটলে সেই ঘটনার তদন্ত করতে গিয়ে রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কোনও পক্ষপাতিত্ব করে না। সিট এই ঘটনার ইনভেস্টিগেশন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছিল। একসময় কোর্ট সিবিআইকে তোতা পাখি বলে মন্তব্য করেছিল। বিগত দিনে দেখা গিয়েছে, বহু ঘটনার সিবিআই তদন্ত হলেও সেই তদন্তের কোনও ফল পাওয়া যায়নি। সিবিআই, ইডি এর মত কেন্দ্রীয় এজেন্সিগুলি দেশের শ্রেষ্ঠ অফিসারদের নিয়ে গঠিত হয়। কিন্তু কেন্দ্রের ক্ষমতাসীন সরকার তাঁদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে এদের ভোঁতা করে দেওয়া হচ্ছে, ফলে এদের তদন্তে চেয়ে পক্ষপাতিত্ব হয় তা দেখা গিয়েছে।”
তিনি আরও বলেন, ”বিরোধীরা অনেকে অনেক কথা বলছেন। অথচ তাঁরা যখন এরাজ্যে ক্ষমতায় ছিলেন তখন ছোট আঙারিয়া বা নেতাইয়ের ঘটনায় কয় জনকে গ্রেফতার করতে পেরেছিলেন,,? রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন বলেই তিনি যে কোনও ঘটনার তদন্তে কোনও দল রং দেখেন না। সেজন্যই দলীয় নেতাকর্মীদেরকেও রেয়াত করেন না, এটা প্রমাণ হয়েছে বারবার।”
আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড: নন্দীগ্রাম-গুজরাতের প্রসঙ্গ টেনে CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের
অন্যদিকে, বগটুইকাণ্ডে এবার CBI তদন্তের নির্দেশ দিল Kolkata High Court। সিট আর তদন্ত করতে পারবে না। অভিযুক্তদের এবার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। মর্মান্তিক এই হত্যালীলায় সত্য উদঘাটনের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা Adhir Chowdhury। জানা গিয়েছে আগামী ৭ এপ্রিলের মধ্যে আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে CBI। এছাড়াও CBI কে সহযোগিতা করতে হবে বলেও জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন: অর্থনীতির বেহাল দশা, ভারতের উপকূলবর্তী শহরগুলিতে বাড়ছে শ্রীলঙ্কান শরণার্থীর সংখ্যা
শুধু তাই নয়, বগটুই হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি জানান, রামপুরহাটে যা হয়েছে তা নৃশংস অপরাধ। বীরভূমের এই ঘটনার সঙ্গে তিনি ২০০৭ সালের নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনা এবং ২০০২ সালে গুজরাটের ঘটনার প্রসঙ্গও টেনে আনেন তিনি। এদিন মামলাকারী বলেন, ‘এই ঘটনাকে গুজরাটের ২০০২ সালের ঘটনার সাথে তুলনা করা যেতে পারে।’