বাংলার খবর
গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ ফিরহাদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে বাণিজ্যিক গ্যাসের পর এবার দাম বাড়ল রান্নার গ্যাসেরও। ১৪ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে গেলে এবার গ্রাহকদের পকেট থেকে খসাতে হবে অতিরিক্ত ৫০ টাকা। যারফলে ৯৭৬ টাকা থেকে একধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ১০২৬ টাকা।
পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরোতেই লাগাতার বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। এবার গৃহস্থের কপালে চিন্তার ভাঁজ ফেলে বাড়ল রান্নার গ্যাসের দাম। যা নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারকে তীব্র তোপ দাগেন কলকাতা পুরসভার মেয়র তথা নগর উন্নয়ন এবং আবাসন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিমা (Firhad Hakim)।
শনিবার কেন্দ্র এবং মোদি সরকারের তীব্র সমালোচনা করে রান্নার গ্যাসের দাম সহ অন্যান্য জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে তিনি বলেন, ”আর কত মানুষ সহ্য করবেন? গ্যাসের দাম হাজার টাকা পেরিয়ে গেলো। বাড়িতে রান্নাঘরে উজ্জ্বলার জায়গা বদলে আন্ধেরা হয়ে গেছে। পেট্রোল-ডিজেলের দাম এখন সব ১০০ টাকার উপরে। মূল্যবৃদ্ধি এমন জায়গায় গিয়েছে যে, মানুষের হেঁশেলে গ্যাস তো দূর এখন রান্না করাই মুশকিল।”
আরও পড়ুন: নক্ষত্র পতন! প্রয়াত কর্ণ-কুন্তী সংবাদের ‘কর্ণ’, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
তিনি আরও বলেন, ”কতদিন আর ভারতবর্ষের মানুষকে এই অত্যাচার সহ্য করতে হবে? শুধু কর্পোরেটদের টাকা ভরিয়ে দেওয়ার জন্য কর্পোরেটদের সবথেকে বড়লোক প্রমাণ করার জন্য এভাবে ভারতবর্ষের মানুষকে শোষণ করা, এ আর কতদিন চলবে?”
উল্লেখ্য, এবার থেকে ১৪ কেজি এলপিজি গ্যাস কিনতে গেলে আমজনতাকে পকেট থেকে খসাতে হবে ১০২৬ টাকা। এর আগে রান্নার গ্যাসের দাম ছিল ৯৭৬ টাকা। স্বভাবতই একধাক্কায় গ্যাসের দাম ৫০ টাকা বাড়ানোয় মাথায় হাত পড়ল মধ্যবিত্তের।
আরও পড়ুন: বহুমূল্যবান জ্বালানি! বাড়ল রান্নার গ্যাসের দাম
শুধু রান্নার গ্যাসের দামই নয়, কয়েকদিন আগেই গত ১ মে দাম বাড়ানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসেরও। যারফলে এবার থেকে হোটেলে ১৯ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে গেলে গ্রাহকদের খরচ করতে হবে ২৩৫৫.৫০ টাকা।