সকাল সকাল মা উড়ালপুলে আগুন, যানজটে চরম ভোগান্তি যাত্রীদের
Connect with us

বাংলার খবর

সকাল সকাল মা উড়ালপুলে আগুন, যানজটে চরম ভোগান্তি যাত্রীদের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  সাত সকালে মা উড়ালপুলে আগুন। সোমবার সকাল ৯ টা নাগাদ আবর্জনার জমা স্তূপে হঠাৎই আগুন লেগে যায়। যার ফলে তীব্র যানজট তৈরি হয়। অফিস টাইম হওয়ায় ভোগান্তির শিকার হন অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা। কী ভাবে আগুন লাগল, তার সঠিক কারণ এখনও বুঝে উঠতে পারেনি পুলিশ। যদিও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সকাল দশটার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তার কিছুক্ষণের মধ্যেই যান চলাচলও স্বাভাবিক হয়ে যায়।

আরও পড়ুন – স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের, রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব

পুলিশের প্রাথমিক অনুমান, উড়ালপুলে জমা করে রাখা আবর্জনাতেই আগুন লাগে। তবে কী ভাবে সেই আবর্জনায় আগুন লাগল, তা স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। মা উড়ালপুলে দুর্ঘটনা বরাবর লেগেই থাকে। ঘুড়ির সুতো অর্থাৎ চিনা মাঞ্জায় বহু দুর্ঘটনা ঘটেছে। সেই কারণে উড়ালপুলের দু’দিকে জাল দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থাও করেছে পুলিশ। এছাড়াও গাড়িতে গাড়িতে সংঘর্ষ, অনিয়ন্ত্রিত গতির কারণে গাড়ি সহ উপর থেকে পড়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দুর্ঘটনার কারণে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে মা উড়ালপুল। দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই উড়ালপুলের মেরামতের কাজও শুরু হয়েছে। তার মধ্যেই এবার আগুন লাগার ঘটনা ঘটল।

Advertisement

আরও পড়ুন – গেরুয়া শিবিরে বড় ধাক্কা, পদ্ম ছেড়ে বিধায়কের হাত ধরে ঘাসফুলে যোগ দিলেন ১ হাজার BJP নেতা-কর্মীরা

Continue Reading
Advertisement