বাংলার খবর
লিন্ডসে স্ট্রিটের আর্চি’স গ্যালারিতে আগুন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতায় ফের অগ্নিকান্ড। মঙ্গলবার দুপুরে লিন্ডসে স্ট্রিটে ভয়াবহ আগুন। লিন্ডসে স্ট্রিটের আর্চি’স গ্যালারিতে আগুন । ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন।
জানা গিয়েছে, নিউ মার্কেট সংলগ্ন লিন্ডসে স্ট্রিটে হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল বাহিনীর চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নেভানো সম্ভব হয়। তবে কোন হতাহতের খবর মেলেনি বলেই জআনা গিয়েছে। প্রাথমিক অনুমান, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র থেকেই আগুন লেগে থাকতে পারে দোকানটিতে, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের।
তবে মনে করা হচ্ছে দোকানের ভেতরে মূলত প্লাস্টিক, কাগজ সহ আরও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন দোকানের কর্মচারীরা। তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সব থেকে বড় খবর এই ঘটনায় কেউ আহত হননি। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অন্যদিকে, আজ কলকাতায় ফের বিদ্যুতপৃষ্ট হয়ে প্রাণ হারান ট্যাংরার এক দোকান মালিক। মিটার বক্স থেকে আগুন লাগে বলেই জানা গিয়েছে। গ্যাস লিক করে আগুন লাগার পরই দোকানের শাটারে বিদ্যুতপৃষ্ট হন ওই ব্যক্তি, এমনটাই দাবি পুলিশের।