আন্তর্জাতিক
২৮ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ২৮ জানুয়ারি। কোন কোন কারণে আজকের দিনটি বিশেষ, তা দেখে নেওয়া যাক।
আজকে যাঁদের জন্মদিন:
১৮৬৫ সালের আজকের দিনে লালা লাজপত রায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৮৯৯ সালের আজকের দিনে ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ কে.এম.কারিয়াপ্পা জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৫ সালের আজকের দিনে রাজা রামান্না জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ভারতীয় পদার্থবিদ। যিনি ভারতের পারমাণবিক কর্মসূচিতে বিশেষ ভূমিকার জন্য পরিচিত। ১৯৩০ সালের আজকের দিনে পণ্ডিত জসরাজ জন্মগ্রহণ করেছিলেন।
তিনি মেওয়াতি ঘরানার অন্তর্গত বিশ্ব-বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। ১৯৩৭ সালের আজকের দিনে প্লেব্যাক গায়ক সুমন কল্যাণপুর জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪১ সালের আজকের দিনে মালিনী রাজুরকর জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন গোয়ালিয়র ঘরানার একজন বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় গায়িকা। ১৯৭৬ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্ব, এবং রাজনীতিবিদ মালবিকা অবিনাশ জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি শ্রুতি হাসানের জন্মদিন। তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, এবং গায়িকা। তিনি তামিল, তেলেগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৮ সালের আজকের দিনে ভারতীয় ফুটবল খেলোয়াড় জাস্টিন স্টিফেন জন্মগ্রহণ করেন ।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৯৮৪ সালের আজকের দিনে ভারতীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং প্রযোজক সোহরাব মোদি প্রয়াত হয়েছিলেন। সাহিত্য একাদেমি পুরস্কারপ্রাপ্ত কন্নড় কবি গঙ্গাধর ভি চিত্তলের মৃত্যু হয়েছিল ১৯৮৭ সালের ২৮ জানুয়ারি। ১৯৯৯ সালের আজকের দিনে প্রাক্তন ক্রিকেটার পোচিয়া কৃষ্ণমূর্তি প্রয়াত হন। ১৯৭১ সালে ৫টি টেস্ট এবং ১৯৭৬ সালে একটি একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন তিনি। ২০০৭ সালের এই দিনে ওপি নেয়ারের মৃত্যু হয়েছিল। তিনি ভারতীয় চলচ্চিত্রের সঙ্গীত রচয়িতা, গায়ক-গীতিকার, সঙ্গীত প্রযোজক, এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। ২০১৭ সালের ২৮ জানুয়ারি ভারতী মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি ভারতীয় হয়েও ছিলেন এক আমেরিকান লেখক এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের অধ্যাপক ছিলেন।
আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:
১৮৮৭ সালের আজকের দিনেই প্যারিসের আইফেল টাওয়ারের কাজ শুরু হয়।
১৯৫০ সালের ২৮ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্টের উদ্বোধন হয়েছিল। সচেতনতা বাড়াতে ও গোপনীয়তা এবং ডেটা সুরক্ষা প্রচার করতে প্রতি বছর ২৮ জানুয়ারি ডেটা সুরক্ষা দিবস পালিত হয়।