আন্তর্জাতিক
২২ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের এই দিনটি অন্য দিনের থেকে কেন আলাদা তা জানব।
আজকে যাঁদের জন্মদিন:
১৯৪৯ সালের আজকের দিনে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালের মার্চ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত ত্রিপুরার বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বও পালন করেছিলেন। ১৯৯৪ সালের আজকের দিনে কমেডিয়ান, গায়ক, গীতিকার এবং ইউটিউব ব্যক্তিত্ব ভুবন বম জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালের আজকের দিনে গুজরাতের চলচ্চিত্র পরিচালক, লেখক, অভিনেতা, সুরকার নীরজ ভোরা জন্মগ্রহণ করেছিলেন।
১৯৭২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বলিউড অভিনেত্রী প্রযোজক এবং প্রাক্তন মডেল নম্রতা শিরোদকর। ১৯৩৪ সালের এই দিনটি বিজয় আনন্দের জন্মদিন। তিনি গোল্ডি আনন্দ নামেও পরিচিত। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার, সম্পাদক এবং অভিনেতা ছিলেন। ১৮৯২ সালের আজকের দিনে বিপ্লবী রোশন সিং জন্মগ্রহণ করেন। তিনি ১৯২১-২২ সালের অসহযোগ আন্দোলনের সময় বেরেলি গুলি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছিলেন।
আজকে যাঁদের মৃত্যুবার্ষিকী
১৬৬৬ সালের আজকের দিনে তাজমহলের নির্মাতা ও চেঙ্গিস খান এবং তৈমুরের বংশধর শাহজাহান ৭৪ বছর বয়সে প্রয়াত হন। তিনি সেই মোঘল সম্রাট যিনি তাঁর স্ত্রী মুমতাজের সমাধি হিসেবে তাজমহল নির্মাণ করেছিলেন। ১৯০১ সালের আজকের দিনে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া ৬৪ বছর রাজত্ব করার পর প্রয়াত হন।এরপর তাঁর পুত্র এডওয়ার্ড সপ্তম, তাঁর উত্তরাধিকারী হন। আজ, অর্থাৎ ২০২২ সালের ২০ জানুয়ারি একবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে বাংলার প্রাক্তন ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক প্রয়াত হন।
আর যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:
১৭৬০ সালের ২২ জানুয়ারি শুরু হয় ওয়ান্ডিওয়াশের যুদ্ধ। সাত বছর ধরে এই যুদ্ধ চলে। ভারতের ক্ষেত্রে একে সিদ্ধান্তমূলক যুদ্ধও বলা যেতে পারে। ১৯৬৫ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র উপগ্ৰহ ‘টিরোস ৯’ উৎক্ষেপণ করে। ২০১৮ সালের আজকের দিনে নেটফ্লিক্স ১০০ বিলিয়ন ডলার মূল্যের বিশ্বের বৃহত্তম ডিজিটাল মিডিয়া এবং বিনোদন কোম্পানি হয়ে উঠেছিল।