আন্তর্জাতিক
২১ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের দিনটি কেন স্মরণীয় তা জেনে নেব।
আজকের দিনে যাঁদের জন্ম হয়েছে তাঁরা হলেন:
১৯০৮ সালের ২১ জানুয়ারি জন্ম হয় স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম কর্মী ভাইকম মুহাম্মদ বাশিরের। তিনি একজন মালায়ালাম সাহিত্যের লেখকও ছিলেন। ১৯৪৮ সালের আজকের দিনে মঞ্চনাহল্লি রাঙ্গাস্বামী সত্যনারায়ণ রাও জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন ভারতীয় বিজ্ঞানী। যিনি ভারত সরকার কর্তৃক বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।
১৯৬৮ সালের আজকের দিনে তামিল চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা সুন্দর সি-এর জন্ম হয়েছিল। ১৯৮৬ সালের এই দিনটি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। তিনি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, নৃত্যশিল্পী ও একজন সমাজসেবীও। ১৯৯১ সালের ২১ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীতজ্ঞ, কার্টুনিস্ট এবং চিত্রশিল্পী গোবিন্দন অরবিনন্দ জন্মগ্রহণ করেছিলেন।
আজকে যাঁদের মৃত্যুদিন:
১৯৪৫ সালের আজকের দিনে বিপ্লবী রাসবিহারী বসু ৫৮ বছর বয়সে প্রয়াত হন।
আর যেসকল কারণে আজকের দিনটি স্মরণীয়:
১৯৫২ সালের আজকের দিনেই জওহরলাল নেহরুর কংগ্রেস দল ভারতের সাধারণ নির্বাচনে জয়লাভ করে। ১৯৭২ সালে মণিপুর, মেঘালয় এবং ত্রিপুরা ভারতীয় ইউনিয়নের পৃথক রাজ্যে পরিণত হয় আজকের দিনেই।