আন্তর্জাতিক
১৯ জানুয়ারি দিনটি কেন বিশেষ, তা জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের এই দিনে যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুবার্ষিকী এবং অন্যান্য যে সব কারণে এই দিনটি স্মরণীয়, তা জেনে নেব।
আজ যাঁদের জন্মদিন
১৯৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৯১৯ সালের ১৯ জানুয়ারি ধরম সিং, যিনি ১৯৬৪ সালে অলিম্পিকে সোনা জিতেছিলেন, তিনি জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন করুণ চাঁদহোক। তিনি একজন ভারতীয় রেসিং ড্রাইভার ছিলেন।
আজকের এই দিনটি যাঁদের বিবাহবার্ষিকী:
২০১২ সালের ১৯ জানুয়ারি বলিউড অভিনেত্রী দীপশিখা নাগপালের সঙ্গে বিবাহ হয় অভিনেতা কৈশভ অরোরার সঙ্গে। ২০১৬ সালের আজকের দিনে মাইক্রোম্যাক্স মোবাইল সংস্থার সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী অসিন থোট্টুমকল।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৯০৫ সালের আজকের দিনে প্রয়াত হন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন। ইনি একজন বিশিষ্ট দার্শনিক এবং লেখক ছিলেন। ১৯৯০ সালের এই দিনে ভারতীয় গুরু ভবন শ্রী রজনীশের মৃত্যু হয়।
এছাড়াও আর যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:
১৯৬৬ সালের আজকের দিনে ইন্দিরা গান্ধী ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। ভারতের ইতিহাসে এই দিনটিকে কোকবোরোক দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটি বেশিরভাগ ক্ষেত্রে ভারতের উত্তরাঞ্চলে পালিত হয়ে থাকে।