আন্তর্জাতিক
১৮ জানুয়ারি দিনটি কেন স্মরণীয়, জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ১৮ জানুয়ারি দিনটি কী কী কারণে বিশেষ, তা জেনে নেব।
আজ যাঁদের জন্মদিন:
১৯৫২ সালের ১৮ জানুয়ারি অভিনেত্রী এবং টেলিভিশন উপস্থাপক মনিকা বেদি জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫৯ সালের আচার্য দেবব্রত আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় রাজনীতিবিদ এবং গুজরাতের রাজ্যপাল। ১৯৭২ সালের আজকের দিনে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালের আজকের দিনে ইন্দো-ব্রিটিশ টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী অনিষা বাট জন্মগ্রহণ করেন। ১৮৪২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মহাদেব গোবিন্দ রানাডে।
তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত, সমাজ সংস্কারক, বিচারক এবং লেখক। সুন্দরম বালাচন্দর ছিলেন একজন ভারতীয় বীণা বাদক এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি ১৯৭২ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৩৩ সালের আজকের দিনে জগদীশ শরণ ভার্মা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় আইনজ্ঞ এবং ভারতের ২৭তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৫২ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন কুখ্যাত দস্যু কুস মুনিসামি বীরাপ্পান। প্রায় ৩৬ বছর ধরে সক্রিয় ছিলেন কুখ্যাত এই চন্দন দস্যু।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:
১৯৩৬ সালের ১৮ জানুয়ারি প্রয়াত হন জোসেফ রুডইয়ার্ড কিপলিং। তিনি ছিলেন একজন ইংরেজ সাংবাদিক, ছোটগল্প লেখক, কবি এবং ঔপন্যাসিক। ১৯৪৫ সালের আজকের দিনে কুন্দন লাল সায়গলের মৃত্যু হয়েছিল। তিনি ছিলেন একজন গায়ক ও অভিনেতা। হিন্দি চলচ্চিত্র শিল্পের প্রথম সুপারস্টার হিসেবে তিনি বিবেচিত হন। ১৯৯৬ সালের আজকের দিনে নন্দমুরি তারাকা রামারাওয়ের মৃত্যু হয়।
তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, পরিচালক, চলচ্চিত্র সম্পাদক এবং রাজনীতিবিদ। তিনি সাত বছর অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ১০.১৫ নাগাদ দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন বাংলা কমিকস ও কার্টুনের প্রাণপুরুষ নারায়ণ দেবনাথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।