১৩ জানুয়ারি দিনটি কেন বিশেষ, জেনে নিন
Connect with us

দেশের খবর

১৩ জানুয়ারি দিনটি কেন বিশেষ, জেনে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৩ জানুয়ারি দিনটি অন্যান্য দিনগুলির থেকে কোন কোন দিক থেকে আলাদা, দেখে নিন।

আজ যাঁদের জন্মদিন:

১৯৩৮ সালের ১৩ জানুয়ারি বিশিষ্ট সঙ্গীত রচয়িতা এবং সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মা জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জাভেদ সিদ্দিকী। তিনি একজন হিন্দি এবং উর্দু চিত্রনাট্যকার, সংলাপ লেখক এবং নাট্যকার ছিলেন। ১৯৪৯ সালের আজকের দিনে ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন পাইলট রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৩ সালের এই দিনটি পীযূষ মিশ্রর জন্মদিন। তিনি একজন চলচ্চিত্র ও থিয়েটার অভিনেতা, সঙ্গীত পরিচালক, গীতিকার, গায়ক এবং চিত্রনাট্যকার।

Advertisement

মারোয়ারের রাঠোর বংশের শাসক উদয় সিং ১৫৩৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মারোয়ার পরে যোধপুর নামে পরিচিত হয়। ১৮৪৩ সালের আজকের দিনে ভারতীয় লেখক, কবি, দার্শনিক এবং সমাজ সংস্কারক ফকির মোহন সেনাপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন। ১৯৩৮ সালের ১৩ জানুয়ারি নবনিতা দেব সেনের জন্ম হয়েছিল। তিনি ছিলেন একজন সাহিত্যিক এবং শিক্ষাবিদ।

আজ যাঁদের মৃত্যুবার্ষিকী

১৯৭৬ সালের আজকের দিনে ওস্তাদ আহমেদ জান খান থিরাকওয়ারর মৃত্যু হয়েছিল। তিনি একজন ভারতীয় তবলা বাদক ছিলেন। ১৯৮৫ সালের আজকের দিনে মদন পুরীর মৃত্যু হয়েছিল। তিনি হিন্দি এবং পঞ্জাবি চলচ্চিত্রের একজন অভিনেতা ছিলেন। ২০১৩ সালে ১৩ জানুয়ারি প্রয়াত হন রুসি ফ্রামরোজে। এই পার্সি ভারতীয় ক্রিকেটার ১৯৬০ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ২৬টি টেস্ট খেলেছিলেন। ২০১৪ সালের আজকের দিনে অঞ্জলি দেবী পরলোক গমন করেছিলেন। তিনি ছিলেন একজন অভিনেত্রী, মডেল ও তেলেগু এবং তামিল চলচ্চিত্রের প্রযোজক।

Advertisement

অন্যান্য যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়

১৯৬৪ সালে আজকের দিনে কলকাতা শহরে হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়। ১০০ জনেরও বেশি লোক মারা যায়। প্রতি বছর ১৩ জানুয়ারি দিনটিতে লোহরি উৎসব পালন করা হয়

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.