২২ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, জেনে নিন
Connect with us

ভাইরাল খবর

২২ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, জেনে নিন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ। আজ ২২ ফেব্রুয়ারি। এই দিনটির বিশেষত্বগুলি দেখে নেব।

আজ যাঁদের জন্মদিন:

১৮৬৩ সালের ২২ ফেব্রুয়ারি মহীশূর রাজ্যের তেইশতম মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ার জন্মগ্রহণ করেছিলেন। ১৮৯২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন ইন্দুলাল ইয়াগনিক। তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা কর্মী। ১৯৬৪ সালের এই দিনটি সুরাজ বরজাত্যার জন্মদিন। তিনি একজন বলিউড চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার। ১৯৮২ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র ও থিয়েটার অভিনেত্রী শিল্পা শুক্লা জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮৭ সালের ২২ ফেব্রুয়ারি চলচ্চিত্র অভিনেতা, টেলিভিশন ব্যক্তিত্ব এবং নৃত্যশিল্পী গুরমিত চৌধুরী জন্মগ্রহণ করেন।

Advertisement

আজ যাঁদের মৃত্যুবার্ষিকী:

১৯৪৪ সালের আজকের দিনে মহত্মা গান্ধীর স্ত্রী কস্তুরী গান্ধী প্রয়াত হন। ১৯৫৮ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ ও পণ্ডিত ব্যক্তিত্ত্ব আবুল কালাম আজাদ প্রয়াত হন। ১৯৯৭ সালের আজকের দিনে প্রয়াত হন উর্মিলা ভাট। তিনি হিন্দি সিনেমার অভিনেত্রী ছিলেন।

আর যে সকল কারণে আজকের দিনটি বিশেষ:

Advertisement

১৮৫৪ সালের আজকের দিনে কাওসজি নানাভাই দাভার “দ্য বোম্বে স্পিনিং মিলস” নামে প্রথম কটন মিল চালু করেন। বিশ্বব্যাপী ভাই ও বোনদের সাহায্য ও নির্দেশনার প্রশংসা করার জন্য প্রতি বছর ২২ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বিশ্ব চিন্তা দিবস পালিত হয়।

Continue Reading
Advertisement