১৬ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা জেনে নিন
Connect with us

আন্তর্জাতিক

১৬ ফেব্রুয়ারি দিনটি কেন স্মরণীয়, তা জেনে নিন

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ দিনটি ১৬ ফেব্রুয়ারি। এই দিনটির বিষেশত্বগুলো দেখে নেব।

আজ যাঁদের জন্মদিন:

১৯৫৮ সালের ১৬ ফেব্রুয়ারি দিনটি শোমা আনন্দের জন্মদিন। তিনি ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী ছিলেন। ১৯৭৮ সালের আজকের দিনটি ক্রিকেটের ওয়াসিম জাফরের জন্মদিন। তিনি রঞ্জি ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন এবং কিংস ইলেভেন পঞ্জাবের কোচও হয়েছেন।
১৯৯৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন প্রদীপ নারওয়াল। তিনি একজন ভারতীয় কাবাডি খেলোয়াড়। বর্তমানে প্রো কাবাডি লিগের ইতিহাসে সর্বোচ্চ রেইড-পয়েন্ট স্কোরার।

Advertisement

আজ যাঁদের মৃত্যুদিন:

১৯৪৪ সালের আজকের দিনে মৃত্যু হয়েছিল ধুন্ডিরাজ গোবিন্দ ফালকের। যিনি ‘দাদাসাহেব ফালকে’ নামে পরিচিত ছিলেন। তিনি একজন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার ছিলেন। তাঁকে ভারতীয় চলচ্চিত্রের জনকও বলা হয়। তাঁর অভিষেক হয় রাজা হরিশচন্দ্র-ছবির মাধ্যমে। এটি ১৯১৩ সালের ছবি। এটিই প্রথম ভারতীয় চলচ্চিত্র। ১৯৫৬ সালের আজকের দিনে প্রয়াত হন মেঘনাদ সাহা। তিনি সেই ভারতীয় এবং বাঙালি জ্যোতির্পদার্থবিদ যিনি সাহা আয়োনাইজেশন সমীকরণ তৈরি করেছিলেন। এই সমীকরণটি নক্ষত্রের রাসায়নিক এবং শারীরিক অবস্থা বর্ণনা করতে ব্যবহৃত হয়। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মৃত্যু হয়েছিল আরআর পাতিলের। তিনি একজন আইনজীবী ও রাজনীতিবিদ এবং মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীও ছিলেন।

আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়:

Advertisement

১৯২৭ সালের এই দিনেই ভারত ও নেপালের মধ্যে প্রথম রেল পরিষেবা শুরু হয়। ১৯৩১ সালের আজকের দিনে ভাইসরয় লর্ড প্রথমবার মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেন। এখনকার রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাৎ