দেশের খবর
২৮ ডিসেম্বর দিনটি কেন স্মরণীয়, জেনে নিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২৮ ডিসেম্বর দিনটি অন্য দিনের থেকে কেন বিশেষ, তা দেখে নেওয়া যাক।
এই দিনটি যে সকল বিশেষ ব্যক্তির জন্মদিন
রতন নেভাল টাটা, ভারতীয় শিল্পপতি, সমাজসেবী এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৩৭ সালের এই দিনটি বরখা সেনগুপ্তর জন্মদিন। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৫৪ সালের আজকের দিনে টেলিভিশন প্রযোজক-পরিচালক এবং কুইজ শো সঞ্চালোক সিদ্ধার্থ বসু জন্মগ্রহণ করেছিলেন।
১৯৬০ সালের আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এবং চিত্রনাট্যকার দেব বেনেগাল জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বডি বিল্ডার সংগ্রাম চৌগুলে। ১৯৩২ সালের আজকের দিনে ব্যবসায়িক টাইকুন এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি জন্মগ্রহণ করেছিলেন। মা আনন্দ শীলা একজন ভারতীয় বংশোদ্ভূত সুইস,,যিনি রজনীশ আন্দোলনের মুখপাত্র ছিলেন। তিনি ১৯৪৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৫২ সালের ২৮ ডিসেম্বরের আজকের দিনে রাজনীতিবিদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আইনজীবী অরুণ জেটলি জন্মগ্রহণ করেছিলেন।
আজ যাঁদের মৃত্যুবার্ষিকী
১৯৭৭ সালের ২৮ ডিসেম্বর কবি সুমিত্রানন্দন পন্থ প্রয়াত হন। ২০০২ সালের এই দিনে মৃত্যু হয় অচ্যুত পুরুষোত্তম কানবিন্দের। তিনি ছিলেন একজন ভারতীয় স্থপতি। ২০০৭ সালের আজকের দিনে জাতীয় কংগ্রেস পার্টির নেতা পি জনার্দন রেড্ডি পরলোক গমন করেন।
আর যে সমস্ত কারণে আজকের দিনটি স্মরণীয়
১৮৮৫ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ১৯২৬ সালে ইম্পেরিয়াল এয়ারওয়েজ ইংল্যান্ড-ভারত মেইল ও যাত্রী পরিষেবা শুরু করে আজকের এই দিনেই। ১৯৮৪ সালের এই দিনে রাজীব গান্ধীর কংগ্রেস দল ভারতের সাধারণ নির্বাচনে জয়লাভ করেছিল।