২৪ ডিসেম্বের দিনটি কেন স্মরণীয়, জেনে নিন
Connect with us

দেশের খবর

২৪ ডিসেম্বের দিনটি কেন স্মরণীয়, জেনে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ ২৪ ডিসেম্বর দিনটি বড়দিনের আগের দিন । এই দিনটি কেন স্মরণীয়,তা জেনে নিন।

আজকের দিনে যে সমস্ত বিশেষ ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন

১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুর। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজকও। শতাধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮১ সালের এইদিনে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ অনুভ মোহান্তি।

Advertisement

ভারতীয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেতা এবং ইউটিউবার কানন গিল ১৯৮৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালের এই দিনটি অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার জন্মদিন। নীরজ শুধু ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট নন, তিনি ভারতীয় সেনাবাহিনীতে একজন জুনিয়র কমিশনড অফিসার পদে কর্মরত।

চলতি বছরে টোকিও অলিম্পিক্সে ওয়ার্ল্ড রেকর্ড করে জ্যাভিলিনে স্বর্ণ পদক জেতেন তিনি। ১৮৯৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন মারাঠি লেখক, শিক্ষক, সমাজকর্মী এবং স্বাধীনতা সংগ্রামী পান্ডুরং সদাশিব সানে। ১৯২৪ সালের আজকের দিনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীঅটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর প্রখ্যাত প্লেব্যাক সিঙ্গার মহম্মদ রফির জন্মদিন।

আজ যাঁদের মৃত্যুবার্ষিকী

Advertisement

ইংরেজ ঔপন্যাসিক, লেখক এবং চিত্রকর উইলিয়াম মেকপিস থ্যাকারে ১৮৬৩ সালের ২৪ ডিসেম্বর প্রয়াত মৃত্যুদিবস। ১৯৪১ সালের আজকের দিনে পরলোক গমন করেন সতগুরু উপাসনি মহারাজ। ২০০২ সালের ২৪ ডিসেম্বর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও অন্ধ্র প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং সাংসদ ড.মল্লিকার্জুন গৌড় মারা যান।

এছাড়াও যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়

১৯২১ সালের এই দিনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯৮৬ সালের আজকের দিনে সংসদে উপভোক্তা সুরক্ষা আইন পাস হয়েছিল। তাই ২৪

Advertisement

ডিসেম্বর জাতীয় উপভোক্তা দিবস পালিত হয়। ২০০০ সালের এইদিনে গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হন। ১৮৯৪ সালের আজকের দিনে কলকাতায় প্রথম চিকিৎসা সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালের আজকের দিনে দেশের প্রথম বিনোদন পার্ক ‘এসেল ওয়ার্ল্ড’ মুম্বইতে খোলা হয়েছিল।

২০০২ সালের আজকের দিনে দিল্লি মেট্রো তিস হাজারি লাইন থেকে শুরু হয়েছিল। ২০১৪ সালের আজকের দিনে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং মদন মোহন মালব্যেকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়। ২৪ ডিসেম্বর ক্রিসমাস ইভ হিসাবে পরিচিত। ক্রিসমাসের আগের এই দিনটি ক্রিসমাস ইভ হিসাবে পালিত হয় বিশ্বের অনেক দেশে।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.