১৪ ডিসেম্বর দিনটি কেন স্মরণীয়, জেনে নিন
Connect with us

আন্তর্জাতিক

১৪ ডিসেম্বর দিনটি কেন স্মরণীয়, জেনে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকের দিনটির বিশেষত্ব কী, দেখে নিন।

আজ যে সকল গুণী ব্যক্তির জন্মদিন

১৯৩৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট অভিনেতা, প্রযোজক, পরিচালক, গায়ক এবং রাজনীতিবিদ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। হিন্দি ও বাংলায় অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৫৩ সালের আজকের দিনে প্রাক্তন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ১৪ ডিসেম্বর বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালের এই দিনে ভারতীয় টিভি ব্যক্তিত্ব, উপস্থাপক এবং অভিনেত্রী জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালের ১৪ ডিসেম্বর তামিল এবং তেলেগু অভিনেতা আধি পিনিসেট্টি জন্মগ্রহণ করেন।

Advertisement

১৯৮৪ সালের এই দিনে রামনাইডু রানা দাগ্গুবাতি জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব, ভিজ্যুয়াল ইফেক্ট কো-অর্ডিনেটর এবং একজন উদ্যোক্তা। ১৯৮৪ সালের আজকের দিনে অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি দাহিয়া জন্মগ্রহণ করেন। ১৯২৪ সালের আজকের দিনেই স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক রাজ কাপুর জন্মগ্রহণ করেছিলেন। ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ইন্দিরা গান্ধীর পুত্র তথা রাজনীতিবিদ সঞ্জয় গান্ধী জন্মগ্রহণ করেছিলেন ।

আজকের দিনটি যাঁদের মৃত্যুবার্ষিকী

১৯৭৭ সালের ১৪ ডিসেম্বর গজানন দিগম্বর মাদগুক্করের মৃত্যু হয়। তিনি ছিলেন একজন মারাঠি কবি, গীতিকার, লেখক এবং অভিনেতা।

Advertisement

এছাড়া আজকের দিনে ঘটে যাওয়া স্মরণীয় ঘটনা

আজকের দিনটি জাতীয় শক্তি সংরক্ষণ দিবস হিসাবে পালিত হয়। প্রতিদিনের জীবনে শক্তির প্রয়োজনীয়তা এবং এর সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১৪ ডিসেম্বর দিনটি জাতীয় শক্তি সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.