১৩ ডিসেম্বর দিনটি কেন বিশেষ, জেনে নিন
Connect with us

ভাইরাল খবর

১৩ ডিসেম্বর দিনটি কেন বিশেষ, জেনে নিন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : কোন কোন বিশেষ কারণে আজকের দিনটি স্মরণীয়, তা দেখে নেওয়া যাক।

আজ যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের জন্মদিন-

পূর্ণিমা ইন্দ্রজিথ একজন ভারতীয় অভিনেত্রী, ফ্যাশন ডিজাইনার, টেলিভিশন অ্যাঙ্কর। তিনি মালায়ালাম টেলিভিশন সিরিয়াল এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৭৮ সালের ১৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। ১৯৮০ সালে আজকের দিনে অভিনেত্রী তথা প্রয়াত অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের কন্যা স্বস্তিকা মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালের আজকের দিনে রেজিনা ক্যাসান্দ্রা জন্মগ্রহণ করেন। তিনি একজন তামিল এবং তেলেগু চলচ্চিত্র অভিনেত্রী। ১৮৩৫ সালের আজকের দিনে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী এবং পণ্ডিত পাথনি সামন্ত জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাঁশের পাইপ এবং ঐতিহ্যবাহী যন্ত্র দিয়ে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পরিমাপ করেছিলেন। ১৯২৬ সালের এই দিনে কমল নারায়ণ সিং যিনি ছিলেন ভারতের ২২তম প্রধান বিচারপতি তিনি জন্মগ্রহণ করেছিলেন। ১৯২৯ সালের আজকের দিনে রাজকমল চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, সমালোচক এবং মৈথিলি, হিন্দি ও বাংলা ভাষায় চিন্তাবিদ। ১৯৫৫ সালের ১৩ ডিসেম্বর মনোহর গোপালকৃষ্ণ প্রভু পারিকরের জন্ম হয়। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতীয় জনতা পার্টির নেতা। গোয়ার মুখ্যমন্ত্রীও ছিলেন।

Advertisement

আজকে যাঁদের মৃত্যুবার্ষিকী

১৯৬৯ সালের আজকের দিনে মৃত্যু হয় স্যার বেনেগাল রামা রাউ-এর। তিনি ১৯৪৯ সালের ১ জুলাই থেকে ১৯৫৭ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের চতুর্থ গভর্নর ছিলেন। ১৯৮৬ সালের ১৩ ডিসেম্বর অভিনেত্রী স্মিতা পাতিল পরলোক গমন করেন।

আর যে সকল কারণে আজকের দিনটি স্মরণীয়

Advertisement

২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদী আক্রমণ হয়। জঙ্গি সহ ১৫ জন নিহত হন। বিশ্বজুড়ে প্রতি বছর ১৩ ডিসেম্বর দিনটি বিশ্ব বেহালা দিবস হিসাবে পালিত হয় ।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.