ষাঁড়ের গুঁতোয় কৃষকের মৃত্যু, ষাঁড়ের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ
Connect with us

বাংলার খবর

ষাঁড়ের গুঁতোয় কৃষকের মৃত্যু, ষাঁড়ের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক কৃষকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ইটাহার থানার গুলন্দর (১) গ্রাম পঞ্চায়েতের বেলুয়া গ্রামে। মৃত কৃষকের নাম মংলু দেবশর্মা (৬১)। জানা গিয়েছে, বাড়ির পার্শ্ববর্তী জমিতে গোরু বাঁধতে গেলে একটি উন্মুক্ত ষাঁড় তাঁকে একাধিকবার ধাক্কা মারলে গুরুতর জখম হন ওই বৃদ্ধ।

তড়িঘড়ি পরিবারের লোক ও স্থানীয়রা মিলে ওই বৃদ্ধকে উদ্ধার করে ইটাহার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের ছেলে মিলন দেবশর্মা জানিয়েছেন,  দীর্ঘ এক বছর যাবৎ ওই ষাঁড়ের গুঁতোয় পাঁচজন গুরুতর জখম হয়েছেন। ষাঁড়ের মালিক শম্ভুনাথ ঘোষকে একাধিকবার বলা সত্ত্বেও তিনি ব্যবস্থা নেননি। তাই শম্ভুনাথ ঘোষের বিরুদ্ধে ইটাহার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।