ইউরোপের রাস্তায় কার্তিক আরিয়ান! হতবাক ভক্তেরা
Connect with us

বিনোদন

ইউরোপের রাস্তায় কার্তিক আরিয়ান! হতবাক ভক্তেরা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বন্ধুদের সাথে ছুটি কাটাতে ইউরোপ ট্যুর করছেন ভুল ভুলাইয়া ২ ছবির নায়ক কার্তিক আরিয়ান। ২০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। আর সেই খুশিতে ইউরোপ ট্রিপে গিয়েছেন কার্তিক আরিয়ান।

তবে ইউরোপের রাস্তায় অভিনেতাকে দেখে রীতিমত হতবাক তাঁর ভক্তেরা। সম্প্রতি সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গিয়েছে, কার্তিক একটি লাঞ্চ বক্স থেকে খাবার খাচ্ছেন। আর তখনই তাঁর দিকে ছুটে যান এক ভক্ত। বলেন, ‘আমি আপনার সঙ্গে একটা সেলফি নিতে পারি? আমার বন্ধু বিশ্বাসই করছে না আপনি কার্তিক আরিয়ান?’ সেখানে জড়ো হয়ে যায় আরও কিছু মানুষ। কার্তিক ঠাট্টা করে বলেন, ‘আরে আমিই কার্তিক আরিয়ান। কী করব আধার কার্ড দেখাব?’

https://www.instagram.com/tv/CftX0SOKUuU/?utm_source=ig_web_copy_link

Advertisement

কার্তিকের ফ্যান সারা বিশ্বে, ফের একবার প্রময়াণিত হয়েছে বিষয়টি। ভক্তেরা তাঁকে দেখে চমকে যাওয়া নিজেই তাঁদের আঁধার কার্ড দেখাতে চেয়েছেন।

আরও পড়ুন: চটজলদি কমছে স্মার্টফোনের চার্জ? জানুন ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়

উল্লেখ্য, আলু অর্জুন অভিনীত আলা ভাইকুণ্ঠাপুরামুলোর হিন্দি সংস্করণ শাহেজাদা ছবির শুটিং শুরু করেছেন কৃতি এবং কার্তিক। এই ছবিতে দেখা যাবে কৃতি শ্যানন, পরেশ রাওয়াল, মণীষা কৈরালারা।

Advertisement