বাংলার খবর
ভোট সচেতনতায় অভিনব প্রতিযোগিতা, বিজয়ীদের লক্ষাধিক টাকার নগদ পুরস্কার দেবে জাতীয় নির্বাচন কমিশন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে নির্বাচন আর সন্ত্রাস, অশান্তি, রিগিং সমার্থক। সে লোকসভা নির্বাচনই হোক কিংবা বিধানসভা, পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচন। প্রতি ক্ষেত্রেই অশান্তি হবেই। আর এই অশান্তির ভয়েই দেশবাসীর একটা বড় অংশই ভোট কেন্দ্রমুখী হন না। আবার অনেকেই ভোটাধিকারকে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন না।
তাই ভোটারদের সচেতন করতে এবার নতুন ধরণের অভিনব উদ্যোগ নিল জাতীয় নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় ভোটার দিবস উপলক্ষে ভারতের নির্বাচন কমিশন সৃজনশীল অভিব্যক্তির মাধ্যমে প্রত্যেকটি ভোটের গুরুত্ব দেশবাসীর কাছে তুলে ধরার জন্য ‘আমার ভোট আমার ভবিষ্যৎ ও একটি ভোটের ক্ষমতা’ শীর্ষক একটি দেশব্যাপী জাতীয় ভোটার সচেতনতা প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে সঙ্গীত, ক্যুইজ, পোস্টার, ভিডিও ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করেছে নির্বাচন কমিশন। গত ২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। চলবে ১৫ মার্চ পর্যন্ত। সব বয়সের মানুষই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে লক্ষাধিক টাকার নগদ পুরস্কার। প্রতিযোগিতার বিষয় বস্তু সম্বন্ধে বিশদে জানার জন্য https://ecisveep.nic.in/contest ওয়েবসাইটি তৈরি করা হয়েছে। নিয়ম জানতে প্রতিযোগিতার ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমে কিউআর কোড স্ক্যান করতে হবে।
তারপর অংশগ্রহণকারীকে তার নাম ঠিকানা এবং ফোন নম্বর সহ একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। অংশগ্রহণকারীকে বিশদ বিবরণ সহ এন্ট্রি গুলো voter-contest@eci.gov.in. এই ইমেইলে পাঠাতে হবে। সেখানে অংশগ্রহণকারী যে প্রতিযোগিতা এবং বিভাগের জন্য আবেদন করছেন তার নাম ইমেইলের বিষয় অংশে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তবে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীকে প্রতিযোগিতার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সঙ্গীত, ভিডিও এবং পোস্টার প্রতিযোগিতাকে অপেশাদার, পেশাদার এবং প্রাতিষ্ঠানিক- এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যাঁরা শখে গান করেন বা ভিডিও ও পোস্টার করেন, তাঁদের জন্য অপেশাদার বিভাগ। আর যাঁরদের এগুলো উপার্জনের প্রধান উৎস তাঁরা পেশাদার বলে বিবেচিত হবেন। এ ছাড়া কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান এবং সংগঠন প্রাতিষ্ঠানিক বিভাগে অংশগ্রহণ করতে পারবে।
কুইজ প্রতিযোগিতা হবে সহজ, মধ্যমান ও কঠিন- তিনটি স্তরে। প্রত্যেক স্তরের জন্য সর্বোচ্চ ১০ মিনিট সময়সীমার মধ্যে ২০টি মাল্টিপল চয়েজ প্রশ্নের উত্তর দিতে হবে। পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিবেচিত হতে গেলে প্রতিযোগীদের প্রত্যেকটি স্তরে ২০টি প্রশ্নের মধ্যে অন্তত সাতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। প্রত্যেক স্তরের প্রতিযোগিতা শেষ হওয়ার পর প্রতিযোগীরা তাঁদের প্রাপ্ত নম্বর যাচাই করে দেখতে পারবেন। কৃতিত্বের ওপর ভিত্তি করেই তাঁদের একটি করে ব্যাজ দেওয়া হবে। যা তাঁরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন। যে প্রতিযোগী ন্যূনতম সময়ে সর্বাধিক প্রশ্নের উত্তর দিতে পারবেন তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে। তিন স্তরের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হলেই অংশগ্রহণকারী সকল প্রতিযোগিতা একটি ই-সার্টিফিকেট পাবেন। সঙ্গীত প্রতিযোগিতার ক্ষেত্রে প্রতিযোগীদের ‘আমার ভোট আমার ভবিষ্যৎ’ এই বিষয়ের উপর সর্বাধিক পাঁচ মিনিটের মধ্যে একটি মৌলিক সঙ্গীত পাঠাতে হবে।
শিল্পী তাঁর পছন্দের যে কোনও বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারবেন। ভিডিও প্রতিযোগিতার ক্ষেত্রে এক মিনিট সময়সীমার মধ্যে নৈতিকভাবে বা প্রভাবমুক্ত ভোট দানের গুরুত্ব এবং ভোটের ক্ষমতা, মহিলা, প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি, প্রবীণ নাগরিক ও প্রথমবারের ভোটারদের জন্য ভোট দানের গুরুত্ব- এই বিষয়গুলোর ওপর ভিডিও প্রস্তুত করতে হবে অংশগ্রহণকারীদের। ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্গত ২২টি সরকারি ভাষাতেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। এই প্রতিযোগিতাগুলোতে যাঁরা জিতবেন, তাঁদের নগদ পুরস্কার দেবে নির্বাচন কমিশন। গান, ভিডিও ও পোস্টার প্রতিযোগিতার প্রাতিষ্ঠানিক, পেশাদার এবং অপেশাদার বিভাগের শীর্ষ তিন স্থানাধিকারীকে আকর্ষণীয় নগদ পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও থাকছে বিশেষ পুরস্কার। প্রাতিষ্ঠানিক বিভাগের জন্য চারটি এবং পেশাদার ও অপেশাদার বিভাগের প্রত্যেকটির জন্য তিনটি করে বিশেষ উল্লেখ পুরস্কার রয়েছে।
সঙ্গীত প্রতিযোগিতার প্রাতিষ্ঠানিক বিভাগের প্রথম পুরস্কার এক লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার ১৫ হাজার টাকা। পেশাদার বিভাগের প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার ১০ হাজার টাকা। অপেশাদার বিভাগের প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার সাড়ে সাত হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার নগদ তিন হাজার টাকা। ভিডিও নির্মাণ প্রতিযোগিতায় প্রাতিষ্ঠানিক বিভাগের প্রথম পুরস্কার মূল্য ২ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার এক লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার ৭৫ হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার ৩০ টাকা। পেশাদার বিভাগের প্রথম পুরস্কার ৫০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার ১০ হাজার টাকা।
অপেশাদার বিভাগের প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার ৫ হাজার টাকা। পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় প্রাতিষ্ঠানিক বিভাগের প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার ১০ হাজার টাকা। পেশাদার বিভাগের প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার ৫ হাজার টাকা। অপেশাদার বিভাগের প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার সাড়ে সাত হাজার টাকা এবং বিশেষ উল্লেখ পুরস্কার ৩ হাজার টাকা। স্লোগান প্রতিযোগিতার প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার সাড়ে সাত হাজার টাকা। এছাড়াও ৫০ জন অংশগ্রহণকারীকে বিশেষ উল্লেখ পর্যায়ের পুরস্কার হিসেবে ২ হাজার টাকা করে দেওয়া হবে। ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা ভারতের নির্বাচন কমিশনের আকর্ষণীয় পণ্যদ্রব্য পাবেন এবং তৃতীয় স্তর সম্পন্নকারী সকল অংশগ্রহণকারীকে ই-শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হবে। ভোটের মূল্য বোঝাতে এই প্রথম দেশব্যাপী এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু।