বাংলার খবর
সিবিআই তদন্তের বিরোধীতায় মৃত বিজেপি কর্মীর পরিবার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে সিবিআই। বেশ কয়েকজনকে সিবিআই গ্রেফতারও করেছে। যারা গ্রেফতার হননি, তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি হয়েছে।
কিন্তু তাতেও ভরসা পাচ্ছেন না মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার এবার সিবিআই তদন্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। তাঁর অভিযোগ, সিবিআই চার্জশিটে প্রভাবশালীদের নাম নেই।
কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু সিবিআই তদন্ত ঠিকভাবে চালাচ্ছে না বলেই অভিযোগ মৃতের দাদা বিশ্বজিৎ সরকারের। তাঁর দাবি, গোপন জবানবন্দিতে বেশকিছু প্রভাবশালীর নাম থাকলেও সিবিআই-এর পেশ করা চার্জশিটে তাঁদের নাম নেই। এবার হাইকোর্টের তরফ থেকে এ প্রসঙ্গে কী মতামত দেওয়া হয়, সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের।