বাংলার খবর
হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস থেকে আটক ভুয়ো টিকিট পরীক্ষক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দূরপাল্লার ট্রেনে যাত্রীদের টিকিট পরীক্ষা করার জন্য থাকেন টিকিট পরীক্ষক। সে নতুন কোনও কথা নয়। সেই রকমই গত ৩ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়েই হাওড়া থেকে ছেড়েছিল ১৩০৬৩ আপ হাওড়া-বালুরঘাট এক্সপ্রেস।
ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই নিয়ম মতো যাত্রীদের টিকিট পরীক্ষা করতে শুরু করেন টিকিট পরীক্ষক। তাঁর পরনে ছিল রেলের টিকিট পরীক্ষকের ‘ইউনিফর্ম’ সাদা জামা, কালো প্যান্ট ও কালো কোর্ট। তারপরই বিপত্তি। ট্রেনের এস-৪ কোচের যাত্রীদের থেকে টিকিট পরীক্ষার নাম করে জোর করে টাকা তোলা ও হয়রানি করার অভিযোগ ওঠে ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে হাওড়া সিকিউরিটি কন্ট্রোল রুমে ফোন করেন যাত্রীরা। সেই অভিযোগ পাওয়া মাত্রই ট্রেন নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছতেই এস-৪ কোচে তদন্ত করতে যান আরপিএফ আধিকারিকরা।
যাত্রীদের অভিযোগ শুনে ওই টিকিট পরীক্ষকের সঙ্গে আরপিএফ আধিকারিকরা কথা বলতে গেলেই ‘কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ে’। জিজ্ঞাসাবাদের সময় আরপিএফ-এর তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন আসলে ওই ব্যক্তি টিকিট পরীক্ষকই নন! ভুয়ো টিকিট পরীক্ষক! টিকিট পরীক্ষকের বেশে যাত্রীদের থেকে টাকা তোলার পাশাপাশি হয়রানি করছিলেন। তারপরই ওই ভুয়ো টিকিট পরীক্ষককে আটক করে নবদ্বীপ ধামের আরপিএফ আধিকারিকরা। পরে ধৃত ব্যক্তিকে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য অম্বিকা কালনা জিআরপি-এর হাতে তুলে দেয় আরপিএফ। কিছুদিন আগেই ধরা পড়েছিল দুই ভুয়ো ট্রেন চালক। এবার ধরা পড়ল ভুয়ো টিকিট পরীক্ষক।