খড়্গপুর আইআইটি-তে ভুয়ো নিয়োগের ছক, জালিয়াতি চক্রের পর্দাফাঁস পুলিশের!
Connect with us

বাংলার খবর

খড়্গপুর আইআইটি-তে ভুয়ো নিয়োগের ছক, জালিয়াতি চক্রের পর্দাফাঁস পুলিশের!

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার আইআইটি খড়্গপুরে চাকরি দেওয়ার নামে লক্ষ টাকার প্রতারণা! হোটেল থেকে উদ্ধার করা হল উত্তরবঙ্গের ছয় পড়ুয়াকে। চাকরির আশায় বেকার যুবক-যুবতীদের প্রতারকদের ফাঁদে পড়াটা নতুন কোনও ঘটনা নয়। তবে এবার ঘটনাস্থল অন্য কোথাও নয়, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরে।

অভিযোগ, উত্তরবঙ্গের ছয় পড়ুয়াকে খড়্গপুর আইআইটি’র অধীন শ্যামাপ্রসাদ মুখার্জী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়ার প্রলোভন দেয় দালালরা।

জানা গিয়েছে, খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে হয়েছিল ইন্টারভিউ। করা হয়েছিল মেডিক্যাল টেস্ট। এমনকি নিয়োগপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিন্তু, সবটাই যে ভুয়ো, তা কল্পনাও করতে পারেননি চাকরিপ্রার্থীরা। তাই সেই লেটার নিয়েই চাকরিতে যোগদানের জন্য খড়্গপুর শহরে পৌঁছে গিয়েছিল উত্তরবঙ্গের ওই চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার তাদের চাকুরীতে যোগদানের দিন ছিল। জানা গিয়েছে, এই প্রক্রিয়া চলাকালীন দালাদের হাতে বেশ কিছু টাকা অ্যাডভান্সও দেন চাকরিপ্রার্থীরা। কথা ছিল কাজে যোগদানের দিনেই দেওয়া হবে বাকি টাকা। তবে মাঝপথেই বিপত্তি। দালালদের সঙ্গে শেষ মুহূর্তে কথা বলতে গিয়েই ফাঁস হয়ে গেল ভুয়ো নিয়োগের নিখুঁত পরিকল্পনা।

Advertisement

অভিযোগ, প্রতারিত চাকরি প্রার্থীদের শহরের ইন্দা এলাকার একটি হোটেলে আটকে রেখে সাড়ে চার লক্ষ টাকা করে দাবি করে প্রতারকরা। টাকা না দিলে, ঘর-বন্দী, এমনকি তাঁদের গুম করে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়। উত্তরবঙ্গের সেই ছয় পড়ুয়া হলেন, কোচবিহারের অলোকেশ বর্মণ, রাজেশ্বর সরকার, আলিপুরদুয়ারের কৌশিক রায়, বিশ্বজিৎ বিশ্বাস, মিথিংগা নার্জিনারী ও মালদহর উজ্জ্বল বর্মণ।

হোটেলে আটক থাকাকালীন মিথিংগা খড়্গপুরের সালুয়ায় থাকা তাঁর এক আত্মীয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে সবকিছু জানান। সেই আত্মীয় পুলিশকে সব কথা জানালে, পুলিশ হোটেলে থেকে তাঁদের উদ্ধার করে।মঙ্গলবার রাতে খড়্গপুর টাউন থানায় প্রতারকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন উজ্জ্বল বর্মণ। তদন্তে নেমে এই জালিয়াতিকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধৃতরা হলেন তালবাগিচার বাসিন্দা রবিশঙ্কর দাস ও অভিজিৎ দাস, হিজলির বাসিন্দা সাগর কুমার রাউত এবং সালুয়ার বাসিন্দা তপনজ্যোতি মান্না। পুলিশ জানিয়েছে, উত্তরবঙ্গের ৬ জনকে হোটেলে আটক করে রেখেছিলেন ধৃতরা। ওই চার প্রতারকের কাছ থেকে উদ্ধার হয়েছে জাল নিয়োগপত্র ছাপানোর সামগ্রীও। ধৃতদের বুধবার খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়। যদিও এই প্রতারণা চক্রের মূল পান্ডা কোচবিহারের বাসিন্দা শুভাশীষ দাস এবং আলিপুরদুয়ারের বাসিন্দা ভিকি হাজারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।ঘটনায় আর কোনও বড় চক্রের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.