'মাতাল' ভাইকে থানা থেকে ছাড়াতে এসে আটক ভুয়ো আইপিএস!
Connect with us

Uncategorized

‘মাতাল’ ভাইকে থানা থেকে ছাড়াতে এসে আটক ভুয়ো আইপিএস!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার ভুয়ো আইপিএস অফিসারকে গ্রেফতার করল বালি থানার পুলিশ। শুক্রবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মহিলাদের উত্যক্ত করায় বেলুড় ধর্মতলা রোড থেকে চন্দন মিশ্র নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে। এর কিছুক্ষণ পরেই চন্দনকে ছাড়াতে বালি থানায় এসে হাজির হন ভুয়ো আইপিএস নরেশ কুমার।

নিজেকে আইপিএস অফিসার ও সেন্ট্রাল আইবি-র এক পদস্থ কর্তা বলে পরিচয় দেন নরেশ। চন্দন তাঁর ভাই হয় বলেও দাবি করেন তিনি। এক আইপিএস অফিসার নেশাগ্রস্ত অবস্থায় গ্রেফতার হওয়া ভাইকে ছাড়াতে থানায় চলে এসেছেন শুনে সন্দেহ হয় বালি থানার আধিকারিকদের। নরেশ নিজেকে ২০১৪-ব্যাচের আইপিএস বলে পরিচয় দিয়েছিলেন। আইপিএসদের তালিকাতেও নাম না মেলায় তখন বিভিন্ন রকম ভাবে নরেশকে জেরা শুরু করে পুলিশ। শেষে ওই যুবক স্বীকার করে নেন যে তিনি সেনা বাহিনীতে সিপাইয়ের পদে চাকরি করতেন। আদতে হিমাচলের বাসিন্দা ওই যুবক বেলুড়ে একটি ফ্ল্যাটে থাকেন। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিপাইয়ের থেকে ওই চাকরির পরিচয়পত্র পাওয়া গিয়েছে। এ ছাড়া একটি ভুয়ো রেলের মেডিক্যাল কার্ডও মিলেছে।

Continue Reading
Advertisement