বাংলার খবর
গণতন্ত্রের ব্যর্থতা! পৌর ভোটে অশান্তি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনারকে তলব রাজ্যপালের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচন ঘিরে অশান্তি, সন্ত্রাস, ভোট লুঠ, ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বাম, বিজেপি, কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল। ইতিমধ্যেই সোমবার রাজ্যে ১২ ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়ে পুণরায় ১০৮ পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি।
বিরোধীদের এই অভিযোগের মধ্যেই এবার পৌরভোটে অশান্তির ঘটনা সম্পর্কে সবিস্তারে জানতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর। সোমবার সকাল দশটার মধ্যে কমিশনারকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল। এবং সেই কথা টুইট করে নিজেই জানিয়েছেন তিনি। রাজভবনের পক্ষ থেকে জারি করা যে প্রেস বিবৃতি টুইটারে রাজ্যপাল পোস্ট করেছেন, তাতে বলা হয়েছে, রবিবারের পৌরভোটে অশান্তি, আইন-শৃঙ্খলার অবনতি, প্রশাসনিক পক্ষপাতিত্ব এবং রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে আলোচনা করতেই রাজ্য নির্বাচন কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে।
রবিবারের নির্বাচনকে ঘিরে যে অশান্তির ঘটনা ঘটেছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপাল গোটা ঘটনাকে ‘গণতন্ত্রের ব্যর্থতা’ বলেও ব্যাখ্যা করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘আমার সাংবিধানিক দায়িত্ব রয়েছে। সবার সাংবিধানিক অধিকার অটুট রয়েছে কি না, তা দেখার দায়িত্ব আমারই।’ এই অশান্তির কথা আগাম আন্দাজ করেই রাজ্যের সমস্ত বিরোধী দল কেন্দ্রীয় বাহিনী দিয়ে পৌর নির্বাচনের দাবি জানিয়েছিল। সেই নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দেয়, তারা রাজ্য পুলিশ দিয়েই শান্তিপূর্ণ নির্বাচন করতে প্রস্তুত। আদালত নির্বাচন কমিশনের প্রস্তাব মেনে নিলেও পরিষ্কার জানিয়ে দিয়েছিল, ভোটে যদি কোনরকম অশান্তি হয় তাহলে তার দায় সম্পূর্ণভাবে নিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকেই। আদলতের এই বক্তব্যকে হাতিয়ার করেই বিরোধী দলগুলো রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোন পথে আন্দোলন করার সিদ্ধান্ত নেয়, সেটাই এখন দেখার।