দেশের খবর
ব্রাজিলে ভয়াবহ বন্যায় মৃত ১৮, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারীতে জেরবার গোটা দেশ। সেই ধাক্কা আজও সামলে উঠতে পারেনি। এর মধ্যেই ভয়াবহ বন্যার কবলে পড়ল ব্রাজিল। এই বন্যায় ধস নেমেছে বেশ কিছু যায়গায়। এবং এই ধসের কবলে পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরেই ব্রাজিলের রিওডি জেনেইরোর কাছে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার তিন ঘণ্টায় ২৫.৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির ফলে পাহাড়ে ধস নেমে যায় এবং বহু মানুষ ধসের নিচে চাপা পড়ে যান। খবর পেয়ে ছুটে আসে দমকলের বিশাল বাহিনী। এবং ওই ধস থেকে বহু মানুষকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে ১৮ জনের দেহ উদ্ধার হয়েছে। ধসের নিচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। তাই মৃতর সংখ্যা বাড়তে পারে। সূত্রের খবর, দমকলের ১৮০ জন কর্মী এখনও উদ্ধার কাজ চালাচ্ছেন। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বহু মানুষের বাড়িঘর ভেঙে গিয়েছে। তবে ব্রাজিলে ভয়াবহ বন্যা হলেও সেই মুহূর্তে দেশে ছিলেন না ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো। তিনি রাশিয়া সফরে আছেন এবং সেখানে থেকেই সমস্ত বিষয়ের ওপর খোঁজ রেখেছেন। সেইসঙ্গে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।