অষ্টম শ্রেণির ছাত্রের সঙ্গে পালালেন দুই সন্তানের মা!
Connect with us

ভাইরাল খবর

অষ্টম শ্রেণির ছাত্রের সঙ্গে পালালেন দুই সন্তানের মা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কথাতেই আছে প্রেম নাকি কাল, সীমানা, গণ্ডি, বয়স কিছুই মানে না। সেই কথাটা আরও একবার প্রমাণিত হল। দুই সন্তানের মায়ের সঙ্গে প্রেম করে তাঁকে নিয়ে পালাল অষ্টম শ্রেণির ছাত্র! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণাজেলায়। জানা গিয়েছে, গত ১৮ জুলাই হঠাৎই নিখোঁজ হয়ে যায় ১৫ বছরের ওই কিশোর। ছেলেকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হন বাবা। পকসো আইনে অভিযোগও দায়ের করেন তিনি। তারপরই পুলিশ সেই ঘটনার তদন্তে নামতেই উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই এলাকার এক মহিলার সঙ্গে আলাপ হয় ওই কিশোরের। প্রতিবেশী হওয়ার সুবাদে তাদের মধ্যে প্রায়ই কথা হতো। ফলে এতে কারোরই কোনও সন্দেহ হয়নি। কারণ ওই কিশোর সেই মহিলার সন্তানসম। এছাড়াও ওই মহিলার নিজেরও দুই সন্তান রয়েছে। দু’জনের বয়সে বিস্তর ফারাক থাকায়, তাদের মধ্যে যে কোনও সম্পর্ক গড়ে উঠতে পারে, তা কল্পনারও বাইরে ছিল পরিবারের সদস্যদের।

অভিযোগ পেয়েই পুলিশ ওই কিশোরের বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখনই তারা জানতে পারে ওই মহিলার নাম স্বপ্না এবং ওই অষ্টম শ্রেণির ছাত্রের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। প্রতিবেশী হওয়ার সুবাদেই তাদের মধ্যে আলাপ এবং সেই আলাপই পড়ে প্রেমে পরিণত হয়। এখনও পর্যন্ত ওই মহিলার কোনও খোঁজ পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। তাই, পুলিশ, পরিবার-সহ সকলেরই সন্দেহ ওই মহিলার সঙ্গেই পালিয়েছে ওই কিশোর। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

কৃষ্ণাজেলার এক বাসিন্দা জানিয়েছেন, ‘আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা ওই কিশোরকে সন্তানের চোখেই দেখেন। তাদের মধ্যে মা-ছেলের সম্পর্ক রয়েছে বলেই আমরা মনে করতাম। তাদের মধ্যে যে কোনও সম্পর্ক থাকতে পারে, তা কেউই ভাবতে পারেনি। কারণ ওই মহিলা তার পরিবার নিয়ে সুখেই ছিল বলে আমরা জানতাম। এখন এই ঘটনা জেনে আমরা সকলেই অবাক। সেইসঙ্গে হতাশও। একটা বাচ্চা ছেলের জীবন নষ্ট হয়ে যেতে বসেছে।’

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *