সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বুধবার পূর্ণ মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায়
Connect with us

Uncategorized

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, বুধবার পূর্ণ মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায়

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : কিংবদন্তি সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া। শিল্পীর মৃত্যুর খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কিংবদন্তীপ্রতিম সঙ্গীতশিল্পী, অমর সুরসাধিকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরতম শোকপ্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর।

দশকের পর দশক ধরে তিনি তাঁর অবিস্মরণীয় কণ্ঠমাধুর্যের জাদুতে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া অসংখ্য গান সঙ্গীতপ্রেমীদের পছন্দের তালিকায় আজও শীর্ষে রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১১ সালে ‘বঙ্গবিভূষণ’, ২০১২ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ২০১৫ সালে ‘ওস্তাদ বড়ে গোলাম আলি বিশেষ সঙ্গীতসম্মান’ প্রদান করে। এছাড়া তিনি ভারত নির্মাণ অ্যাওয়ার্ড, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, বিএফজেএ অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হন। তিনি আমৃত্যু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমীর সভাপতিও ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। স্বর্ণকণ্ঠী গীতশ্রী সন্ধ্যাদির সঙ্গে আমার দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে আমি আমার অগ্রজাকে হারালাম। আমি সন্ধ্যাদির পরিবার-পরিজন ও অসংখ্য অনুরাগীকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ পরে এক স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি ভাবতে পারিনি সন্ধ্যাদি মারা যাবেন। গত কাল রাতে অস্ত্রোপচারের পর খবর পেয়েছিলাম। কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছিলেন।

এত তাড়াতাড়ি সবকিছু ঘটে যাবে, তা বুঝতে পারিনি। আমরা যকৃতের চিকিৎসকে পাঠাব বলে ঠিক করছিলাম। তখনই জানতে পারলাম উনি আর নেই। কোভিড থেকে মুক্ত হওয়ার পর সব ঠিক ছিল মঙ্গলবার সকাল পর্যন্ত। কী যে হয়ে গেল! উনি স্বর্ণালি সময়ের শিল্পী। সেই যুগের সকলেই চলে গিয়েছেন। একমাত্র উনি ছিলেন। উনিই শেষ সুরের ঝঙ্কার, সুরের স্পন্দন, গানের ইন্দ্রধনু। ওঁর গাওয়া কত গান মনে পড়ছে এখন। একটা শতাব্দীর আর কেউ রইলেন না। এ ক্ষতি অপূরণীয়। আমি মনে করি সন্ধ্যা মুখোপাধ্যায় ভারতরত্ন। উনি আমাকে গান গাওয়ার অনুরোধ করতেন। ওঁকে কখনও কখনও গান শোনাতে হয়েছে। আমি অবাক হয়ে যেতাম সন্ধ্যা মুখোপাধ্যায় আমার কাছে গান শুনতে চাইছেন। জন্মদিনে ওঁকে ফোন করেছিলাম। তখনও গান শোনাতে বলেছিলেন। আজ সেই কথাগুলি খুব বেশি করে মনে পড়ছে।’ এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়ে বুধবারই সেখান থেকে কলকাতায় ফিরছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরই পূর্ণ মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে তাঁকে শেষ বিদায় জানানো হবে। মঙ্গলবার রাতে তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বুধবার দুপুর ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ রবীন্দ্রসদনে শায়িত থাকবে। সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.