মহানগর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ বাবুল সুপ্রিয়র!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বিজেপি ছাড়ার পর সেই ভাবে কোনও কারণের কথা প্রকাশ্যে জানাননি তিনি। মনে করা হচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়ার ক্ষোভেই বিজেপি ছেড়েছেন তিনি। তবে শুধু এই একটা কারণেই নয়, আজ বিজেপি ছাড়ার অন্যতম কারণ জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়। সদ্য তৃণমূলে যোগ দেওয়া বাবুল বলেছেন প্রধানমন্ত্রী নাকি বাঙালিদের উপর ভরসা করতে পারেন না।
অথচ ২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারে আসানসোল এসে বাবুলকে জেতানোর আহ্বান জানিয়ে মোদি বলেছিলেন, ‘মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে।’ আর সেই বাবুলের গলাতেই সাত বছর পর এই রকম মন্তব্য শুনে অবাক হয়েছেন অনেকেই। বুধবার দিল্লি থেকে ট্রেনে সপরিবারে হাওড়া স্টেশনে নামার পর বাবুল বলেছেন, ‘গত সাত থেকে আট বছরে আমার কোথাও মনে হয়েছে, প্রধানমন্ত্রী বাঙালিদের উপর ভরসা করছেন না। সাত বছরে কোনও ক্যাবিনেট মিনিস্টার তো ছেড়েই দিন, বাঙলা থেকে কেউ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীও হননি।
আমার নিজের কথা বলছি না। সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া অনেক প্রবীণ মানুষ। কংগ্রেস থেকে বিজেপি-তে গিয়েছেন। ওঁকেও তো কোনও স্বাধীন মন্ত্রক দেওয়া হয়নি। বাংলা থেকে যাঁরা নির্বাচিত হচ্ছেন তাঁদের সঙ্গে অসামঞ্জস্য আছে। মানুষের কাজ করাটাই আসল। তা যদি দিদির নেতৃত্বে করতে পারি ভালোই হবে।’ ভবানীপুরের নির্বাচন নিয়ে বাবুল বলেছেন, ‘রাজ্যে পর পর তিন বার তৃণমূল ক্ষমতায় এসেছে। দলের পুরোধা যিনি তিনি নিজের এলাকা থেকে জিতবেন, এটাই স্বাভাবিক ব্যাপার।’