ওষুধের পার্সেল খুলতেই বিস্ফোরণ! জখম ৪
Connect with us

দেশের খবর

ওষুধের পার্সেল খুলতেই বিস্ফোরণ! জখম ৪

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ওষুধের পার্সেল খুলতেই প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। টোটোচালক পার্সেল দিয়ে গেলে তা খুলতেই বিস্ফোরণ। এমনই ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বাহারাইল গ্রামে। বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ৪ জন।

আহতদের দ্রুত রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় হেমতাবাদ থানার বিশাল পুলিশবাহিনী। বিস্ফোরণের আগেই টোটো সহ চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। হেমতাবাদের বাহারাইল গ্রামে ওষুধের ব্যবসা করেন বাবলু চৌধুরী। শুক্রবার বিকেল নাগাদ এক মহিলা যাত্রী নিয়ে এক টোটোচালক বাবলু চৌধুরীর দোকানে আসেন এবং তাঁর একটি পার্সেল আছে বলে জানায়। সেসময় দোকানে ছিলেন বাবলু চৌধুরী। তিনি পার্সেলের প্যাকেটটি হাতে নেন। প্রাপক হিসাবে পার্সেলের উপরে তাঁর নাম এবং মোবাইল নম্বর লেখা ছিল। পরে বাবলুবাবু সেই পার্সেলটি খুলতেই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহত হন ওই দোকানে থাকা তপন রায়, বাবলু চৌধুরী এবং মহম্মদ সফুর। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বাহারাইল গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা ওই বিস্ফোরণের পরেই দেখা যায় চার জন আহত হয়েছেন। তাঁদের শরীর ঝলসে গিয়েছে বিস্ফোরণে। ঘটনার খবর পেয়েই বাহারাইল গ্রামে ছুটে আসে হেমতাবাদ থানার বিশাল পুলিশবাহিনী। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ব্লক হেমতাবাদের বাহারাইলে সাধারনতন্ত্র দিবসের প্রাক্কালে এমন ঘটনা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন। তদন্তে নেমে ওই টোটোচালক ও মহিলা যাত্রী সহ টোটোর খোঁজে তল্লাশি শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ।

Advertisement