বাংলার খবর
মাথাভাঙ্গায় বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কোচবিহারের মাথাভাঙ্গা পৌরসভা সংলগ্ন মাথাভাঙ্গা ১নং ব্লকের দক্ষিণ পচাগড় এলাকার ঠাকুর পাড়া গ্রামের একটি জঙ্গল থেকে প্রচুর পরিমাণ বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার বিকালে স্থানীয় শিশুরা খেলার সময় জঙ্গলে বলে চলে যায়।
বল আনতে গিয়ে তারাই বেশকয়েকটি বোম ভর্তি ব্যাগ দেখতে পায়। তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ বাহিনী। এরপর বেশ কিছুক্ষনের চেষ্টায় বেশ কিছু বোম নিষ্ক্রিয় করে পুলিশ। পর্যাপ্ত পরিমাণ আলো না থাকার দরুন দুর্ঘটনা এড়াতে আরও কিছু বোমা ভর্তি বস্তা জঙ্গলের ভেতরে রয়ে যায়। সেই বোমাগুলো উদ্ধার করতে পিছুপা হয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
দুর্ঘটনা এড়াতে বাঁশের ব্যারিকেড তৈরি করে পুলিশকর্মীদের পাহারায় রাখা হয়। সোমবার ভোরে বস্তাগুলোকে উদ্ধার করা হয় প্রশাসনের পক্ষ থেকে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শিশুরা বল খেলার সময় বল জঙ্গলে চলে গেলে সেখানে বল আনতে গিয়ে বোমা দেখতে পায় শিশুরা। এরপর বোমার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা এসে ব্যাগ ও বস্তা ভর্তি বোমা দেখতে পান। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাক। কারা, কোথা থেকে এত বোমা এখানে জড়ো করেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।