ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য
Connect with us

বাংলার খবর

ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক রেলকর্মীর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে অধিকারী রেলস্টেশনে। মৃতের নাম সঞ্জয় কামতি। বছর ৪০-এর সঞ্জয় রেলের গ্রুপ ডি পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকাল ৯টা নাগাদ অধিকারী রেলস্টেশনে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, সেদিন রেলস্টেশন সংলগ্ন রেললাইন পারাপার করতে গিয়ে ডাউন শিলিগুড়ি-বালুরঘাট এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জয়।

লাইন পারাপারের সময় ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। ওই রেলকর্মীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, অধিকারী রেলস্টেশনের উলটো দিকে সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার বিশাল হাট বসে। কয়েক হাজার মানুষ রেললাইনের ওপর দিয়ে যাতায়াত করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, স্টেশনে ফুটব্রিজ ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হোক।

দাবির পরিপ্রেক্ষিতে রেলওয়ে প্রশাসনের কাছে বহুবার স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে রেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুটব্রিজ নির্মাণে কোনও উদ্যোগ নেননি বলে অভিযোগ এলাকাবাসীর। দুর্ঘটনার পর রেল পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

Advertisement
Continue Reading
Advertisement