ভাইরাল খবর
গণনাতেও ইভিএম বিভ্রাট!শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে ৪ মার্চ পুনর্নির্বাচন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভোট গণনাতেও ইভিএম বিভ্রাট। শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে গণনা শুরু হতেই ইভিএম খারাপ হয়ে যাওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।নন্দলাল ইনস্টিটিউশনের ৩ নম্বর রুমের ইভিএম খারাপ হয়ে যায়। তাই ওই বুথের পুনর্নির্বাচন ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
এই বুথে ইভিএম থেকে তথ্য উদ্ধার করা যায়নি। যতদূর পর্যন্ত গণনা হয়েছিল তাতে ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সুপ্রীতি মুখোপাধ্যায় ২৭৪ ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু আরও ৭১৩ ভোটের গণনা বাকি ছিল। ইভিএম খারাপ হয়ে যাওয়ায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। আগামী ৪ মার্চ পুনর্নির্বাচন হবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্ৰহণ হবে। ওই দিনই গণনা হবে। অন্য দিকে, ধূলিয়ানে ১১ নম্বর ও বহরমপুরের ২১ নম্বর ওয়ার্ডের একটি করে ইভিএম খোলা যায়নি।
ধূলিয়ান পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নম্বর ৪ নম্বর বুথের কাঞ্চনতলা কমল প্রাথমিক স্কুল ও বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বুথে ৩ নম্বর রুমের ইভিএম খোলা যায়নি। দু’টিতেই ফল ঘোষণা করার নির্দেশ দিয়েছে কমিশন। কারণ, কমিশনের মতে, জয়ী প্রার্থীর ভোটের ব্যবধান ওই ইভিএম-এর মোট ভোটের থেকে বেশি। ধূলিয়ান ১১ নম্বর ওয়ার্ড নির্দল প্রার্থী খইরুল ইসলামের প্রাপ্ত ভোট ৬৫৭। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩০২। বহরমপুরের ২১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট ১৩৬১। দ্বিতীয় স্থানে থাকা বিজেপির প্রাপ্ত ভোট ৩০৬। তাই এই দু’টি বুথে পুনঃনির্বাচনের কোন সম্ভাবনা নেই।