ঘটা করে সাইন বোর্ড পড়লেও দু'ছরে তৈরি হল না রাস্তা!
Connect with us

বাংলার খবর

ঘটা করে সাইন বোর্ড পড়লেও দু’ছরে তৈরি হল না রাস্তা!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সাইন বোর্ড পড়লেও রাস্তা তৈরি হল না। গত দু’বছরে রাস্তা তৈরির কোনও কাজ করে উঠতে পারল না ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের খুদমরাই অঞ্চলের বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত।

সাঁকরাইলের খুদমরাই অঞ্চলের ভালকিশোল গ্রামের রঘুনাথ সোরেনের বাড়ি থেকে রবীন্দ্র মাহালির বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার কাজ হওয়ার কথা ছিল। কিন্তু অদ্ভুত ঘটনা, রাস্তা সংস্কারের সাইনবোর্ড লাগানো হয়েছে ভালকিশোল গ্রামে। তাতে পঞ্চায়েত থেকে ঘোষণা করা হয়েছে, ওই রাস্তা তৈরি হয়েছে। অথচ বাস্তব অবস্থা অন্য কথা বলছে। বোর্ড লাগানো হলেও রাস্তায় এক ঝুড়ি মাটিও পড়েনি। এছাড়াও সেই একই গ্রামের গ্রামবাসী পিরু আড়ির বাড়ি থেকে বীরেন মল্লিকের বাড়ি পর্যন্ত ৩০০ মিটার মতো কাজ হওয়ার কথা ছিল। কাগজে কলমে সব হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবে অন্য ছবি। বিজেপি পরিচালিত খুদমরাই অঞ্চলের এই ঘটনার কথা এখন এলাকার লোকজনের মুখে মুখে ঘুরছে।

গ্রামবাসী ভোলানাথ মাহালি, প্রনব মাহালি, রাম মাহালি, হেমলতা মাহালিরা জানিয়েছেন,’২০১৮-১৯ সালে আমাদের পাড়ার রাস্তার জন্য সাইন বোর্ড দিয়েছে। অথচ এই ২০২১ সাল শেষ হতে চলল তবুও রাস্তা হল না। অন্য লোকের জায়গার ওপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে। কোনও অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যামবুলেন্স ঢুকতে চায় না। বর্ষার সময় খুব কষ্ট হয়। এখানে বিদ্যুতের আলোও ঠিক মতো থাকে না। রাস্তার কাজ কেন হয়নি জানি না।’ এই নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান গ্রামবাসীরা। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য দয়ানিধি মাহাতো বলেছেন, ‘এই রাস্তার টেন্ডার অনেক আগেই হয়েছিল। এআরজিএস প্রকল্পের রাস্তা। ঠিকাদার আগে যে কাজ গুলো করেছে সে গুলোর বিল ঠিকমত পায়নি বলেই কাজ গুলো হয়নি। বার বার বলা হয়েছে। নোটিশ করা হয়েছে ঠিকাদারকে। ঠিকাদার না করলে আমরা কী করতে পারি? আমরা বড়জোর নোটিশ করতে পারি।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.