বাংলার খবর
ওমিক্রণ রিপোর্টে নেগেটিভ এলেও ডেল্টা প্লাসে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : শুক্রবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতির ওমিক্রন রিপোর্ট নেগেটিভ এলেও তিনি করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। জ্বর, সর্দি ও কাশি সহ সামান্য উপসর্গ দেখা দেওয়ায় তাঁর করোনা টেস্ট হয়। রিপোর্ট পজেটিভ আসায় গত সোমবার রাতেই তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
তখন থেকেই চার দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তাঁর চিকিৎসায় তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। হাসপাতালে সৌরভকে মনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপিও দেওয়া হয়। তাঁর জিনোম সিকোয়েন্সিং পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ আসে। তারপরই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। শুক্রবার দুপুরেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন তিনি। আপাতত বাড়িতেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিসিসিআই সভাপতিকে। তাঁর শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। আগামী কয়েকদিন বাড়িতে নিয়ম মেনে নিভৃতাবাসে থাকলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই জানিয়েছেন চিকিৎসকরা।