বাংলার খবর
বিবেকানন্দের ১৬০তম জন্মতিথিতেও ভক্তদের জন্য বন্ধ বেলুড় মঠ, তারাপীঠ ও ইস্কনে একসঙ্গে ৫০ দর্শনার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : কোভিড বিধি মেনেই স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মতিথি দিবস পালন হবে বেলুড় মঠে। তবে ওই দিনে ভক্তদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। গত বছর ২৬শে ডিসেম্বর সারদাদেবীর শুভ জন্মতিথির দিন বেলুড় মঠ ভক্তদের জন্য খোলা থাকলেও আগামী ২৫ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ।
ওই দিনে প্রথা মেনে বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে বেলুড় মঠে অনুষ্ঠিত হবে স্বামীজীর জন্মতিথি উৎসব। এই বছর ১৬০তম স্বামীজীর জন্মতিথি উৎসব পালন হবে বেলুড় মঠে। ওই দিন বেলুড় মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। স্বামীজীর ছবি নিয়ে প্রভাতফেরী হয় মঠ প্রাঙ্গনে। এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। বৈদিক মন্ত্রপাঠের সঙ্গে থাকবে প্রস্তাবনা পাঠ । স্বদেশ মন্ত্রপাঠে অংশ নেন রামকৃষ্ণ মিশন শিল্পায়তনের ছাত্ররা। এরপর আরও নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতির কারণে বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কতৃপক্ষ। ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি দেখার ব্যবস্থাও করা হবে বলেই মঠ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত ওই দিন জন্মতিথি পালন হবে কলকাতার শিমলা স্ট্রীটে বিবেকানন্দের বাড়িতেও। সেখানেও অনুষ্ঠিত হবে বিভিন্ন অনুষ্ঠান।
তবে রাজ্যে এখন কঠোর কোভিড বিধি নিষেধ চালু থাকায় সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ রাখা হবে বলেই সূত্রের খবর। সারদা মায়ের জন্ম তিথিতে বেলুড় মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশাধিকার থাকলেও উর্ধমুখী কোভিড ও ওমিক্রন সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য মঠ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। তবে, রাজ্যে করোনার বিধি-নিষেধ জারি থাকলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না তারাপীঠ ও মায়াপুরের ইস্কন মন্দির। তবে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। দু’টি মন্দিরের ক্ষেত্রেই একসঙ্গে পঞ্চাশজনের বেশি দর্শনার্থীকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে প্রশাসন। ৫ জানুয়ারি থেকে তারাপীঠের সমস্ত হোটেলে বুকিং বন্ধ করে দেওয়ারও নির্দেশ দিয়েছে প্রশাসন।