বাংলার খবর
বিমান চলাচলেও লাগাম! সপ্তাহে দু’দিন সোম ও শুক্রবার কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ের মধ্যে বিমান চলাচল করবে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : লোকাল ট্রেনের পাশাপাশি এবার বিমান চলাচলেও লাগাম টানল রাজ্য সরকার। ব্রিটেন থেকে আসা বিমানের কলকাতায় অবতরণের ক্ষেত্রে আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এবার কলকাতা থেকে দিল্লি ও মুম্বইয়ের বিমানও নিয়মিত চলবে না। সোম ও শুক্রবার – সপ্তাহে এই দুই দিন ওই দু’টি শহর থেকে বিমান কলকাতায় ওঠানামা করতে পারবে বলে রবিবার জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দিল্লি ও মুম্বইয়ের ক্ষেত্রে এই বিশেষ নির্দেশিকা জারি করার নির্দিষ্ট কারণ রয়েছে।
করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা দিল্লি ও মুম্বইয়ে সব থেকে বেশি।দেশের মধ্যে সবথেকে বেশি করোনায় আক্রান্ত মুম্বইয়ে। তার পরেই রয়েছে দিল্লি। ফলে ওই দু’টি শহর থেকে নিয়মিত বিমান চলাচল করলে রাজ্যে সংক্রমণ আরও বাড়বে বলেই মনে করছে রাজ্য। জানা গিয়েছে, ৫ জানুয়ারি, মঙ্গলবার থেকে এই নির্দেশিকা বলবৎ হবে। ইতিমধ্যেই বিমান পরিবহণ সংস্থাগুলিকে এই নির্দেশিকার কথা সরকারি তরফে জানিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। বিদেশ থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে আরটিপিসিআর টেস্টের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন মুখ্যসচিব। গত পাঁচ দিনে রাজ্যেও হু-হু করে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা।
করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী গ্রাফে লাগাম টানতেই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সোমবার থেকে রাজ্যেও শুরু হচ্ছে কড়া কোভিড বিধি। সন্ধে ৭টার পর লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি স্কুল-কলেজ, বিনোদন পার্ক, চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র, সুইমিংপুল, বিউটি পার্লার, স্পা, জিম সমস্ত কিছু বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো রেল। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রোরেলের টোকেন ব্যবস্থাও। রাত দশটা পর্যন্ত ৫০ শতাংশ মানুষ নিয়ে খোলা থাকবে সিনেমাহল, থিয়েটার, বাজার ও শপিং মল। রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি করা হয়েছে নৈশ কারফিউ। সভা-সমিতি, ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক, বিবাহ অনুষ্ঠান এবং অন্ত্যেষ্টিক্রিয়াতেও লোকের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।