খেলা-ধূলা
শচীনকে টপকে রেকর্ড বুকে নাম লেখালেন ইংরেজ অধিনায়ক রুট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সদ্য শুরু হয়েছে ঐতিহাসিক ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাসেজ টেস্ট সিরিজ। অ্যাসেজ সিরিজ শুরু হলেই ক্রিকেট প্রেমীদের নজর থাকে এই সিরিজে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকে ক্রিকেট বিশ্ব। এবারের অ্যাসেজ তার ব্যতিক্রম নয়। এমনিতেই প্রথম টেস্ট জিতে সিরিজ ১-০ তে এগিয়ে গিয়েছে।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লাবুশানের সেঞ্চুরির পাশাপাশি স্টিভ স্মিথের ৯৩, ডেভিড ওয়ার্নারের ৯৫ রানে ভর করে রানের পাহার গড়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৭৩ রান করে ডিক্লিয়ার ঘোষণা করে অজিরা। এরপর ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড। মাত্র ১২ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ইংরেজরা। এরপর রুখে দাঁড়ান অধিনায়ক জো রুট এবং দাওভিদ মালান। ব্যক্তিগত ৬২ রান করে আউট হন অধিনায়ক রুট। এই রান করেই রেকর্ড বুকে নিজের নাম লিখিয়ে ফেললেন রুট। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রান করার তালিকায় ৪ নম্বরে উঠে এলেন। শুধু নাম লেখানোই নয়, শচীন তেন্ডুলকরকেও টপকে গেলেন। রেকর্ড বুকে নিজের অবস্থান মজবুত করতে এখনও ৩টি ইনিংস সুযোগ পাবেন রুট।
এই চলতি টেস্টের এক ইনিংসের পাশাপাশি তৃতীয় টেস্টের দুই ইনিংস রয়েছে। বছর শেষে দেখা যাক রুট কোথায় অবস্থান করেন। দেখে নেওয়া যাক এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের তালিকায় কে কোথায় আছেন। ২০০৬ সালে ১ হাজার ৭৮৮ রান করে তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের মহম্মদ ইউসুফ। দুই নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস। ১৯৭৬ সালে কিংবদন্তি এই কারিবিয়ান ব্যাটসম্যান করেছিলেন ১ হাজার ৭১০ রান। দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ ২০০৮ সালে ১ হাজার ৬৫৬ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। জো রুট এই বছর এখনও পর্যন্ত করেছেন ১ হাজার ৬০৬ রান। পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক ২০১২ সালে করেছিলেন ১ হাজার ৫৯৫ রান। ষষ্ঠ স্থানে থাকা শচীন তেন্ডুলকর ২০১০ সালে ১ হাজার ৫৬২ রান করেছিলেন।