বাংলার খবর
অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মালদা জেলা জুড়ে বাড়ছে দুস্কৃতিকারীদের তান্ডব। প্রায়ই খবর পাওয়া যায়, ডাকাতি অথবা চুরির। একের পর এক অভিযোগ জমা পড়তে থাকে। তার পর থেকে সক্রিয় হতে শুরু করে পুলিশ। বিভিন্ন জায়গার নাকা চেকিঙের ব্যাবস্থা করা হয়।
তার ফলস্বরূপ ডাকাতির ছক বানচাল করল ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার হয়েছে চার দুষ্কৃতী। শনিবার ইংরেজবাজার থানার যদুপুর ২ নম্বর পঞ্চায়েতের গোপালপুর এলাকায় একটি গোপন ডেরায় হানা দিয়ে ওই দুষ্কৃতীদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ মিলেছে।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে গোপালপুর সিনেমা হলের পিছনে একটি গোপন ডেরায় হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশের একটি দল। সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল চার যুবক। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল রাবিব শেখ, বাপি মণ্ডল, তাসিরুল শেখ ও অবিনাশ রায়। প্রত্যেকের বাড়ি মালদা জেলায়। শনিবার ধৃতদের মালদা আদালতে পেশ করা হয়।